চেন্নাই: খুব ক্ষুদ্র শিল্পকর্ম (Miniature Art) তৈরির জন্য তিনি যথেষ্ঠ পরিচিত। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস (Independence day) উপলক্ষে তিনিই এমন একটি কাণ্ড ঘটালেন। তাঁর কাজ ঘিরে এখন হইহই রব।


মিনিয়েচার আর্টিস্ট (Miniature Artist)  হিসেবেই পরিচিত তামিলনাড়ু (Tamilnadu) কোয়েম্বাটোরের-ইউএমটি রাজা (UMT Raja)। তিনি একজন এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টও।  এই বছরটি ভারতের স্বাধীনতার ৭৫তম বছর। সেই উপলক্ষ্যেই সচেতনতা প্রসারের জন্য দুঃসাহসিক উপায় বের করেছেন তামিলনাড়ুর এই শিল্পী।


কী করেছেন তিনি?
তেরঙ্গার একটি মিনিয়েচার ছবি এঁকেছেন তিনি। সেখানেই থামেননি। সেই ছবিটি নিজের ডান চোখেও বসিয়েছেন ইউএমটি রাজা।


কীভাবে আঁকলেন শিল্পী?
এই শিল্পকর্ম তৈরি করতে বিস্তর ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ইউএমটি রাজা। প্রথমে ডিমের সাদা খোসা নিয়েছেন। সেটির উপর একটি খুব পাতলা ফিল্মজাতীয় কাপড় রেখে তার উপর একটি ক্ষুদ্র জাতীয় পতাকা এঁকেছেন। তারপর সেটিকে চোখের স্ক্লেরায় স্থাপন করেছেন। আঁকার জন্য তো সময় লেগেইছে। চোখের ভিতরে এটি রাখতে তাঁর সময় লেগেছে ৩ ঘণ্টারও বেশি। কাজটি যথেষ্ঠ ঝুঁকিপূর্ণও ছিল।   




কী বলছেন ডাক্তাররা:
এই কাজটি করার আগে অবশ্য নিজেই সিদ্ধান্ত নেননি ওই শিল্পী। চোখে তেরঙা পতাকা বসানোর মতো দুঃসাহসিক কাজ করার আগে, তিনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করেছিলেন। তাঁরা এটি না করার পরামর্শ দিয়েছেন, কারণ এটি চোখে  অ্যালার্জি ঘটাতে পারে, চোখে চুলকানিও হবে। কিন্তু স্বাধীনতা সংগ্রাম নিয়ে সচেতনতা সৃষ্টি করতে বদ্ধপরিকর ছিলেন শিল্পী। সেই বাধ্যবাধকতার কারণেই বিশেষ অনুমতি ও সতর্ক নজরদারির মধ্যে তিনি এই কাজ করেছেন।


শিল্পীর বার্তা:
মিনিয়েচার আর্টিস্ট ইউএমটি রাজা (UMT Raja) সাধারণ জনগণকে এই কাজ না করার পরামর্শ দিয়েছেন। কারণ এটি তাঁদের চোখের উপর বড়সড় প্রভাব ফেলতে পারে। নানা সমস্যা তৈরি হতে পারে। এরকম কাজ থেকে সংক্রমণ এবং আরও গুরুতর সমস্যা তৈরি হতে পারে।



UMT_RAJA_2


কেন এমন করলেন শিল্পী:
এই বছর ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। তা নিয়ে প্রবল উন্মাদনা রয়েছে। এবারের স্বাধীনতা দিবসের আগে থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে সচেতনতা তৈরি করার বিষয়ে বদ্ধপরিকর ছিলেন তিনি। জাতীয় পতাকা নিয়ে সচেতনতা বাড়াতে সোশ্যাল মিডিয়ায় নিজের কাজ পোস্ট করেছেন তিনি।


এটি অত্যন্ত বিপজ্জনক কাজ। এমন করার জন্য প্রচুর প্রশংসা পেয়েছেন শিল্পী ইউএমটি রাজা। পাশাপাশি তাঁর শিল্পকর্মের প্রশংসাও করেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ার অনেকে অবশ্য কড়া সমালোচনাও করেছেন। তাঁর কাজের প্রশংসা করলেও, চোখের ভিতর আঁকা পতাকা বসানোর সিদ্ধান্তে শিল্পীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে ধেয়ে এসেছে একাধিক সমালোচনা। 


আরও পড়ুন: ডিজিটাল ঋণে প্রতারণার ফাঁদ ! নতুন নিয়ম ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের