কলকাতা: রিপোর্ট কার্ড নাকি মর্মান্তিক 'মৃত্যুবার্তা'? শিক্ষকের কমেন্ট (Viral Report Card) পড়ে এমনই প্রশ্ন ভ্যাবাচ্যাকা খাওয়া নেটিজেনদের। পরে অবশ্য সকলে বুঝেছেন, সবটাই বিলিতি ভাষার ব্যবহারে গোলমাল। তাই তো রিপোর্ট কার্ডে Passed Out লিখতে গিয়ে Passed Away লিখে ফেলেছিলেন শিক্ষক। তবে আপাতত, সেই রিপোর্ট কার্ডের স্ক্রিনশটই ভাইরাল নেটদুনিয়ায়।


'কী থেকে কী হইয়া গেল'...
Passed Out এবং Passed Away। তফাৎ বলতে একটি শব্দের। কিন্তু একসঙ্গে ধরলে দুটি কথার অর্থ একেবারে আলাদা। রিপোর্ট কার্ডে 'কমেন্ট' লেখার তাড়াহুড়োয়  শিক্ষক কি সেই তফাৎ খেয়াল রাখেননি? অনন্ত ভান নামে এক ট্যুইটারেট্টি এই স্ক্রিনশট পোস্ট করেন। তাঁর দাবি, এটি ফেসবুকে খুঁজে পেয়েছিলেন। যদিও রিপোর্ট কার্ডটি কার, কে লিখেছেন, সে সব স্পষ্ট নয়। তবে যে বিষয়গুলির নম্বর ওই স্ক্রিনশটে ধরা পড়েছে তার মধ্যে একটি বিষয় 'ছিছেওয়া' বা Chichewa। তথ্য বলছে, আফ্রিকার মালাওয়ির জাতীয় ভাষা Chichewa। অনেকের তাই ধারণা, সম্ভবত সেখানকারই কোনও স্কুলপড়ুয়ার উদ্দেশে রিপোর্ট কার্ডের কমেন্ট লিখেছেন শিক্ষক। দেখা যাচ্ছে, রিপোর্ট কার্ডটি ২০১৯ সালের। "টার্ম থ্রি" পরীক্ষায় সংশ্লিষ্ট পড়ুয়াকে রিপোর্ট কার্ড দিচ্ছেন শিক্ষক। অঙ্ক, ইংরেজি, এগ্রিকালচার, লাইফ স্কিলস, আর্টস-সহ একাধিক বিষয়ে ভালো নম্বর পেয়ে পাশ করেছে ওই পড়ুয়া। তাই কমেন্টে শিক্ষক লিখছেন, 'she has passed away'। বার্তার মূল কথাটি স্পষ্ট। কিন্তু কমেন্টে শিক্ষক যা লিখেছেন, তার অর্থ দাঁড়ায় 'ও (পড়ুয়া) মারা গিয়েছে'।


নেটিজেনদের প্রতিক্রিয়া..
অনন্ত ভানের ট্যুইটারে ছবিটি পোস্ট হতে না হতেই ৩ হাজার ভিউজ হয়ে যায়। একজন লেখেন, 'প্রার্থনা করি, ওই পড়ুয়া যেন শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবন কাটাতে পারে।' আবার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এমন গাফিলতিতে। তাঁদের বক্তব্য, রিপোর্ট কার্ডে কমেন্ট লেখার আগে আরও একটু সচেতন না হলেই কি নয়? আপাতত এই নিয়ে হইচই সোশ্য়াল মিডিয়ায়। যদিও যাকে নিয়ে এত কথা, তাঁর পরিচয় এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এই ধরনের ভুলের কথা আগেও শোনা গিয়েছে। কয়েক বছর আগেই মধ্য়প্রদেশে একটি মডেল টেস্ট পেপারে এমন ভুল নিয়ে বিপুল শোরগোল হয়েছিল। "সুবুদ্ধি" ও "কুবুদ্ধি"-র ফারাক জানতে চেয়ে একটি প্রশ্ন করা হয় ওই মডেল টেস্ট পেপারে। সেই প্রশ্নের উত্তর ঘিরেই দানা বাঁধে বিতর্ক।


আরও পড়ুন:রাষ্ট্রপতির সফরের আগেই তিন অধ্যাপককে শোকজের নোটিস ধরাল বিশ্বভারতী