কলকাতা: কিছু খেতে ইচ্ছে করছে বা কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে ? এই সময় মা-বাবার কাছ থেকে কিছু টাকা চাইলেই পাওয়া যায়। মাস গেলে ছেলেমেয়েদের হাতখরচের দায়িত্ব তাদের। ছেলেমেয়েদের একটা বয়স পর্যন্ত সেই দায়িত্ব তাঁরা পালন করেন। তবে সামান্থার দায়িত্ব কিছুটা আলাদা। তিনি তাঁর ছেলেমেয়েদের হাতখরচ দেন বটে। তবে এক সময় তা ফিরিয়েও নেন।
সামান্থার গল্প
সামান্থা তাদের ছেলেমেয়েদের হাতে প্রতি মাসে পাঁচশো টাকা দেন। কিন্তু সেই টাকা থেকে মাসের শেষে কিছু টাকা ফেরত নেন তিনি। প্রতি মাসে সামান্থার ছেলেমেয়েদের ২৫০ টাকা মাকে ফেরত দিতে হয়। সেই টাকা দিয়ে সংসারের জিনিস কেনা হয়। কেন এই অদ্ভুত পন্থা ? এর ব্যাখ্যাও দিয়েছেন সামান্থা। তিনি বলেছেন ছেলেমেয়েদের কাছ থেকে তিনি আসলে ঘরভাড়া নেন। তারা তার বাবা-মায়ের বাড়িতে থাকে। কিন্তু তা বলে সব কিছু বিনামূল্যে পাওয়া যায় না। তা বোঝাতেই ঘরভাড়া নেন সামান্থা।
মাসে মাসে ঘরভাড়া !
মাসে মাসে এই ঘরভাড়া দেওয়ার কারণ ছেলেমেয়েদের দায়িত্ব নিতে শেখানো। নিজেদের দায়িত্ব নিজেদের নিতে শিখতে হবে। একটা সময়ের পর সকলকেই তা শিখতে হয়। সামান্থা চান তার ছেলেমেয়েরা ছোট থেকেই তা শিখুক। এই ব্যাপারে তাই প্রথম থেকেই তিনি সচেতন।
ইনস্টাগ্রামের বিশেষ পোস্ট
এই ব্যাপারটি নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সামান্থা। সেখানে তিনি বলেন, প্রতি মাসে ছেলেমেয়েদের ৫০০ টাকা দেন তিনি। সেখান থেকে ২৫০ টাকা করে ফেরত দিতে হয় তাদের। কারণ তাই দিয়ে সবজির বাজার করা হয়। এছাড়াও ঘরের আরও নানা জিনিস কেনা হয়।
আয় বুঝে ব্যয়
শুধু যে মাসে মাসে ভাড়া দিতে হয়, তা নয়, এর পাশাপাশি প্রতি মাসে আয় বুঝে ব্যয় করতে হবে, তাও শিখিয়েছেন সামান্থা। তাঁর কথায়, মাসে ২৫০ টাকার বেশি যাতে খরচ না হয়, সেদিকে নজর রাখতে বলেন সন্তানদের। নজর রাখার সুবিধার জন্য তিনি একটি এক্সপেন্স ট্র্যাকারের ব্যবস্থা করে দিয়েছেন। এতে মাসের খরচের হিসেব রাখা সুবিধা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা সামান্থা বার্ড। তার এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
আরও পড়ুন - Watch: চিপসের প্যাকেট দিয়ে সাজানো বরের গাড়ি, ভাইরাল ভিডিয়ো দেখে মস্করা নেটিজেনদের