কলকাতা: যে কোনও জায়গায় কোনও নির্মাণ কাজ করা হলে প্রথমে সেখানে ভিত ভরাট করা হয়। পাথরের কংক্রিটের মিশ্রণ ইত্যাদি যোগ করে জলে মিশিয়ে ভিত্তি ভরাটের কাজ সম্পন্ন হয়। কিন্তু ভারতে এমন একটি মন্দির রয়েছে যার ভিতের জল মেশানো হয়নি। বরং চল্লিশ হাজার কেজি ঘি ব্যবহার করা হয়েছে।                       

  


ঐতিহাসিক এই মন্দিরটি দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন। শুধু ভারত থেকে নয়, বিদেশ থেকেও মানুষ এই মন্দির দেখতে আসেন। আসুন জেনে নেই এই মন্দির সম্পর্কে।                                                             


৪০ হাজার কেজি ঘি ব্যবহার করা হয়েছে


রাজস্থানের বিকানেরে ভাণ্ডাশাহ জৈন মন্দির খুবই বিখ্যাত। এই মন্দিরের সবচেয়ে বিশেষ জিনিস হল এর ভিত্তি সম্পর্কিত কাহিনী। কথিত আছে এই মন্দিরের ভিত পূর্ণ করতে প্রায় ৪০ হাজার কিলোগ্রাম ঘি ব্যবহার করা হয়েছিল। ভারতের অন্যান্য স্থান থেকে বিপুল সংখ্যক পর্যটক এই মন্দির দেখতে প্রতিদিন আসেন। এই মন্দিরের জাঁকজমক দেখে এখানে আসা পর্যটকরা ছবি না তুলে থাকতে পারেন না। সেই সঙ্গে এই মন্দির দেখতে ভিন দেশ থেকেও ভিড় লেগেই আছে।                             


আরও পড়ুন, পশুপতিনাথ দর্শনে পূর্ণ হয় মনের বাসনা, এই মন্দির ঘিরে রয়েছে একাধিক রহস্য


এই মন্দিরের ইতিহাস প্রায় ৫ শতাব্দী পুরানো বলে জানা যায়। ১৪৬৮ সালে ভান্দা শাহ নামে এক ব্যবসায়ী এটি নির্মাণ শুরু করেন। ভান্ডা শাহের মৃত্যুর পর, ১৫৪১ সালে তাঁর কন্যা অবশিষ্ট মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়। ভান্ডাশাহ জৈন কর্তৃক এটি নির্মাণ করায় এর নামকরণ করা হয় ভান্ডশাহ।                                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে