Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝে মাঝেই বাচ্চাদের (Toddler Video) বিভিন্ন মজার ভিডিও ভাইরাল (Viral Video) হয়। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে যায় ওই একরত্তিরা। তাদের কাণ্ডকারখানা চোখে দেখার পরেও যেন বিশ্বাসই হতে চায় না। এমনই এক খুদে ফের ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওই বাচ্চাটি তার মাকে ধোসা পরিবেশন করে খেতে দিচ্ছে। টলমল পায়ে হাঁটছে ওই খুদে। এদিকে হাতে খুন্তির উপর ধরা ধোসা। যেন সদ্য ভেজে তাওয়া থেকে নামিয়ে এনেছে। দিব্যি ব্যালেন্স করে খুন্তি সমেত ধোসা নিয়ে মায়ের কাছে হাজির হয়েছে বাচ্চাটি। তারপর আবার কায়দার ফ্লিপ করে প্লেটে পরিবেশনও করেছে। দেখে মনে হবে এই খুদে যেন অভিজ্ঞ শেফ। রোজই এভাবে ধোসা পরিবেশনে পটু। জানা গিয়েছে এই খুদের বয়স মাত্র এক বছর। 


 






ইনস্টাগ্রামের একটি পেজে এই ভিডিও শেয়ার করা হয়েছিল। নিমেষেই তা ভাইরাল হয়েছে। বাচ্চাটির কাণ্ডকারখানা দেখে অবাক নেটিজেনরা। কেউ বলছেন, নির্ঘাত বড় হয়ে নামি শেফ হবে এই একরত্তি। সত্যিই বাচ্চাটির কীর্তিকলাপ প্রশংসা করারই মতো। কারণ রান্নাঘর থেকে দিব্যি ধোসা নিয়ে সোজা হেঁটে মায়ের কাছে এসে হাজির হয়েছে সে। বেসামাল হয়ে ধোসা ফেলে দেয়নি হাত থেকে। বরং বেশ পরিপাটি করেই মায়ের প্লেটে সাজিয়ে দিয়েছে ধোসা। আপাতত এই খুদের কাজকর্মেই মন মজেছে নেট দুনিয়ার। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের এই ভাইরাল ভিডিওর ভিউ ১৬ মিলিয়ন পার হয়েছে। ক্রমশ বাড়ছে ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা। সবচেয়ে মজার হল ওই খুদের কায়দা করে ধোসা পরিবেশন করার মুহূর্ত। সত্যিই যে কেউ চমকে যেতে পারেন এই ভিডিও দেখে। 


আরও পড়ুন- ‘ধরব ধরব করছি তবু ধরতে পারছি না’, প্রজাপতির পিছনে দৌড়ে নাকাল পেঙ্গুইনের দল