কলকাতা: টিকিট পরীক্ষকের হাতে মার খেলেন চলন্ত ট্রেনের এক যাত্রী। উত্তরপ্রদেশের একটি দূরপাল্লার ট্রেনে এমনই ঘটনা ঘটেছে আর সেই ঘটনার ভিডিয়ো (Viral Video) মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে নেটমাধ্যমে। বারাউনি-লখনউ এক্সপ্রেসের সেই টিকিট পরীক্ষক (TTE) নির্মমভাবে চড় মারতে থাকেন এক যাত্রীকে। এমনকী যিনি এই ঘটনার ভিডিয়ো করছিলেন, তার উপরেও চড়াও হওয়ার চেষ্টা করেন তিনি। এই ঘটনা ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। কিন্তু সেই যাত্রীর উপর কেন হাত তুললেন টিকিট পরীক্ষক ?


ভিডিয়োতে কী দেখা যাচ্ছে ?  


সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রেনের এক কামরার মধ্যে একজন টিকিট পরীক্ষক (TTE) এক যাত্রীকে বারবার চড় মারছেন এবং কেবলই তাকে উঠে দাঁড়াতে বলছেন অত্যন্ত কদর্য ভাষায়। প্রথম থেকেই সেই টিকিট পরীক্ষকের ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। এক পর্যায়ে যাত্রীর মাফলার টেনে তাকে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যর্থ হন। নজর করেন, যে অন্য দিকের সিট থেকে একজন তাঁর এই আচরণের ভিডিয়ো (Viral Video) করছেন, আর তা দেখেই প্রথমে সেই মাফলার ছুঁড়ে ভিডিয়োগ্রাহক ব্যক্তিকে আক্রমণ করেন টিকিট পরীক্ষক। কিন্তু তারপরেও সেই ব্যক্তি একইভাবে ভিডিয়ো করছেন বুঝতে পেরে নিজেই উপরের সিটে উঠে আসতে যান টিকিট পরীক্ষক। বোঝাই যায়, তাঁর এই আচরণের ভিডিয়ো করুক কেউ, এটা তিনি চাইছিলেন না। অন্যদিকে যাত্রীকে চড় মারার সময় সেই অসহায় যাত্রী বারবার একই কথা জিজ্ঞেস করতে থাকেন যে তাঁর ভুলটা কোথায় ? কিন্তু এর কোনও উত্তরই দেননি সেই টিকিট পরীক্ষক।



এই সময় ভিডিয়োগ্রাহক ব্যক্তি একবার টিকিট পরীক্ষককে জিজ্ঞাসাও করেছিলেন, কেন ওকে মারছেন ? পরে ফের একবার জিজ্ঞাসা করেন যে তিনি টিকিট দেবেন কি না। কিন্তু ভিডিয়ো দেখে স্পষ্ট করে বোঝা যায় না ঠিক কী বিষয় নিয়ে টিকিট পরীক্ষকের সঙ্গে সেই যাত্রীর বাকবিতণ্ডা শুরু হয়েছিল।



কী পদক্ষেপ ?


এই ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করে জনৈক অবসরপ্রাপ্ত আইএস সূর্যপ্রতাপ সিং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে লেখেন, কেন কোনও টিকিট পরীক্ষক এভাবে একজন যাত্রীকে মারবেন ? আর কিছু সময়ের মধ্যেই এই বিষয়টি অশ্বিনী বৈষ্ণবের নজরেও আসে। তিনি এক্স হ্যান্ডলেই লেখেন যে, 'এই ধরনের অভব্য আচরণের জন্য কোনও সহিষ্ণুতা নয়। সেই টিকিট পরীক্ষককে বরখাস্ত করা হয়েছে।'  


আরও পড়ুন: Ayodhya Ram Mandir: রামভক্তি তুঙ্গে, ২০ কেজির বিস্কুট দিয়ে রাম মন্দির বানালেন দুর্গাপুরের যুবক