নয়া দিল্লি: বরকে নয়ে রওনা হয়েছিল বরযাত্রীরা। কিন্তু বেশ কিছু সময় কেটে গেলেও বরের দেখা নেই বিয়ের মঞ্চে। পরিবারের সকলে এসে গেলেও পাত্তা নেই বরের। খোঁজ খোঁজ চলল চারিদিকে। সেই সময় পাওয়া গেল চাঞ্চল্যকর খবর। মার খেয়ে হাসপাতালে বর!
ঠিক কী ঘটেছে?
উত্তরপ্রদেশের গোরখপুর থেকে প্রতিবেশী দেওরিয়া জেলায় বুধবার রাতে বরযাত্রীর একটি দল যাচ্ছিল। সেই সময় ঘটে যায় এক ভয়ঙ্কর কাণ্ড। ওই বরযাত্রীদের দল থেকে বিছিন্ন হয়ে পড়ে একজন। স্থানীয়দের দাবি উনি মদ্যপ অবস্থায় ছিলেন। ওই অবস্থায় পথ হারিয়ে ফেলে দল থেকে বিছিন্ন হয়ে পড়েন। ওই রাতে একটি বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করেন। তাঁকে চোর ভেবে স্থানীয়রা "চোর, চোর" বলে চিৎকার করতে শুরু করে।
এরপর সকলে ভিড় করে ওই ব্যক্তিকে জোর করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। প্রতিবাদ সত্ত্বেও লাথি ও ঘুষি চলে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
স্থানীয়দের কথায়, কিছুদিন আগেই তাঁদের এলাকায় একটি চুরি ঘটে গিয়েছে। রাতের বেলায় এরকম দরজা ধাক্কা দিয়েই ভয় দেখিয়ে চুরি করে গৃহস্থের বাড়ি ফাঁকা করে দিয়ে যায়। ফলে এদিনও এই ঘটনায় তক্কে তক্কে ছিলেন তারা। হাতেনাতে চোর ধরার এই সুযোগ ছাড়তে চাননি।
এই ঘটনার খবর পুলিশের কাছে যেতেই তড়িঘড়ি সেখানে পৌঁছয় অফিসাররা। ওই ব্যক্তিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছয় আহত ব্যক্তির পরিবারও। পরে সকলে এসে তাঁকে বাড়িতে নিয়ে যায়।
আরও পড়ুন, জেল থেকে বেরতেই উদ্দাম নাচ, গলায় ওড়না দিয়ে পুলিশের সামনেই কোমর দোলালেন মুক্তিপ্রাপ্ত বন্দি!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে