নয়া দিল্লি: জেল থেকে বেরিয়ে এসেই নাচ। সে কী নাচের চোট! দেখে মনে হতেই পারে কোনও বলিউডি ফ্রেম। এমনকী নাচের সাবলীল ভঙ্গি দেখে হাততালি দিয়ে উঠলেন জেলের সামনে উপস্থিত জেলকর্মী ও আধিকারিকরা। অভাবনীয় এই দৃশ্য দেখা গিয়েছে উত্তর প্রদেশের কনৌজে। জানা গিয়েছে, নৃত্যরত যুবক আদতে রাজ্যের ছিব্রামাউ অঞ্চলের বাসিন্দা। দীর্ঘ ৯ মাস তাঁকে জেলে কাটাতে হয়েছিল।


জেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে একজনকে হেনস্থা করার অভিযোগ প্রমাণিত হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় শিবা নামে ওই যুবককে। আদালত তার রায়ে তাঁকে এক বছরের কারাবাস এবং ১,০০০ টাকা জরিমানা করেছিল। ছিব্রামাউয়ের বাসিন্দা শিবার কোনও পরিবার নেই। বন্ধুবান্ধবও নেই। সেই কারণে আদালত সুযোগ দিলেও, সাজা ঘোষণার পরে কেউ তাঁর জামিনের ব্যবস্থা করেননি। তাঁর পক্ষে মামলা লড়ার জন্য মেলেনি কোনও আইনজীবীর সহায়তাও। অগত্যা ১১ মাস আগে জেলেই ঢুকতে হয় ওই যুবককে।


জেলে গিয়ে কিন্তু অযথা সময় নষ্ট করেননি শিবা। বন্দি অবস্থায় তিনি লেখাপড়া শিখেছেন, নিজের নাম সই করার প্রশিক্ষণও রপ্ত করেছেন। তবে তার জন্য জেল কর্তৃপক্ষের উদ্যোগকে অভিনন্দন জানাতেই হয়। কারাগারের ভিতরে সদর্থক পরিবেশ গড়ে তোলার কারণেই বহু বন্দির চিন্তাধারায় পরিবর্তন আসে, যেমন এসেছিল শিবার। তা সত্ত্বেও অবশ্য কারাগার থেকে মুক্তি পেতে তিনি ব্যাকুল ছিলেন। কিন্তু কোনও সাহায্যের আশ্বাস না পাওয়ায় একরকম আশাই ছেড়ে দিয়েছিলেন যুবক।


দীর্ঘ ১১ মাস বন্দি থাকার পরে দেখা যায় আশার আলো। শিবার সাহায্যে এগিয়ে আসে এক এনজিও সংস্থা। তাঁদের উদ্যোগেই অবশেষে গারদ থেকে ছাড়া পান ওই যুবক। সংস্থার পক্ষ থেকে তাঁর জামিনের অর্থও ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন জেল আধিকারিকরা। নিরাশার অন্ধকার ঘুচে গিয়ে মুক্তির আনন্দ বিহ্বল করে শিবাকে। তাই ছাড়া পাওয়ার দিন জেলের ফটক পেরিয়েই নবলব্ধ স্বাধীনতা উদ্যাপন করতে তিনি নেচে উঠলেন। তাঁকে হাততালি দিয়ে উৎসাহ দিলেন পাশে দাঁড়ানো জেলকর্মীরা।


 






ভিডিওটি ৪২ হাজারের বেশি ভিউজ হয়েছে। বিভিন্ন নেটিজেনরা নানাবিধ মন্তব্য করেছেন। অনেকে লিখেছেন, 'এটা আশ্চর্যজনক! ধর্ষক ও খুনিরা ৩ মাসের মধ্যে মুক্তি পায় এবং যে ১০০০ টাকা জরিমানা না দেয় সে ৯ মাস জেলে থাকে। আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, মাত্র ১০০০ টাকায় ৯ মাসের কারাদণ্ড? এই ব্যক্তি যদি অপরাধী না হন এবং কিছু নিয়ম লঙ্ঘনের জন্য জেলে যান, তাহলে এটা খুবই লজ্জার বিষয়। 


অনেকে বলেছেন, “যারা কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে বা কেলেঙ্কারি করেছে তারা মুক্ত ঘুরে বেড়াচ্ছে এবং একজন গরীবকে ৯ মাস জেলে রাখা হয়েছিল। সাধারণ মানুষকে শুধু আইনের মাধ্যমে বোকা বানানো হচ্ছে”। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে