নয়াদিল্লি: দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক। কয়েক মাস পরই বিয়ে ছিল। কিন্তু প্রস্তুতির মাঝেই বিয়ে ভেঙে দিলেন পাত্রী। প্রেমিকের গোপন কর্ম জেনে ফেলাতেই সিদ্ধান্ত বলে জানালেন। কী সেই গোপন কর্ম, তাও জানিয়েছেন ওই তরুণী। তাঁর দাবি, তাঁদের বিয়ের ঠিক আগে গোপনে মায়ের সঙ্গে মিলে একটি সম্পত্তি কেনেন ওই যুবক। সেকথা তাঁর কাছেও চেপে চান। হবু স্বামীর এই আচরণ তাঁর মনে সন্দেহের উদ্রেক করে বলেই বিয়ে ভেঙে দিয়েছেন তিনি। (Viral News)


Reddit-এ ব্যক্তিগত অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমেরিকার এক তরুণী। তিনি জানিয়েছেন, পাঁচ বছর ধরে প্রেম করছিলেন তিনি। প্রেমিকের সঙ্গে বাগদানও হয়ে গিয়েছিল। ২০২৫ সালের শরতেই বিয়ের দিন পাকা হয়েছিল তাঁদের। কেনাকাটা, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল দুই পরিবারেই। কিন্ত সেই সবের মধ্যেই হবু স্বামীর কীর্তি জানতে পারেন তিনি, যা দেখে আর বিয়ের দিকে এগনোর সাহস পাননি। (Couple Parts Way Before Wedding)


ওই তরুণী লেখেন, 'বিয়ের প্রস্তুতি চলছিল। অনেক স্বপ্ন ছিল। ভবিষ্যতের কথা ভেবেছিলাম আমরা। নিজেদের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ, নিজেদের বাড়ি, আগামীর জন্য সঞ্চয়, অনেক কথা হয়েছিল আমাদের। নিজেদের স্বপ্নের বাড়ির জন্য একটু একটু করে টাকাও জমাতে শুরু করেছিলাম আমি। কিন্তু হঠাৎ জানতে পারি, আমাকে লুকিয়ে মায়ের সঙ্গে একটি বাড়ি কিনে ফেলেছে ও। বাড়ি খোঁজা, বাড়ি দেখা, চুক্তি পাকা করা, কিছুই জানায়নি আমাকে'।


ওই তরুণী ভাড়া বাড়িতে ছিলেন সেই সময়। একটি বাড়ি দেখে পছন্দও হয় তাঁর। সেকথা হবু স্বামীকে জানান তিনি। বাড়িটি কেনার যা খরচ, তা ভাগ করে নেওয়ার কথা বলেন। কিন্তু ওই যুবক তাঁকে জানান, মায়ের সঙ্গে কেনা বাড়িতেই থাকছেন তিনি। তাই আর বাড়ি কিনতে চান না। ওই তরুণীর কথায়, "ওই সবকিছুর মধ্যে আমার জায়গা কোথায় জানতে চেয়েছিলাম। ওর উত্তর ছিল, 'তুমিও এসে থাকতে পারো' ভেবেছিল, ওর মায়ের সঙ্গে কেনা বাড়িতে থাকতে পেরে হয়ত আত্মহারা হয়ে উঠব আমি'।


হবু স্ত্রীকে না জানিয়ে মায়ের সঙ্গে বাড়ি কেনার সপক্ষে ওই যুবক যে যুক্তি দেন, তাও খোলসা করেছেন ওই তরুণী। তাঁর কথায়, "আমার টাকা জমাতে দেরি হচ্ছিল বলে না কি আর অপেক্ষা করতে পারছিল না ও। ওর মা টাকা দিয়ে দেওয়ায়, কাজ সহজ হয়ে যায়।" বিষয়টি জানার পর ওই তরুণী সম্পর্ক নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেন। বিয়ের আগে থেকেই যদি কেউ এমন আচরণ করে এবং সেই নিয়ে যদি কোনও আফশোসও না থাকে, তা ঠিক নয় বলে মনে হয় তাঁর।  তাই বিয়ে ভেঙে দেন।


বিয়ে ভাঙার এই কারণ প্রেমিকের যুক্তিযুক্ত মনে হয়নি, এমনকি তাঁর নিজের মা-বাবাও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ওই তরুণী। কিন্তু তাঁর দাবি, যেভাবে গোটা ঘটনা ঘটে, তাতে হবু স্বামীকে তাঁর 'Red Flag' মনে হয়েছিল। তাই বিয়ের সাহস পাননি। তিনি ঠিক করেছেন, না ভুল জানতে চান ওই তরুণী। নেটিজেনদের অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার মাঝেই মায়ের সঙ্গে বাড়ি কিনে ফেলার সিদ্ধান্ত নেওয়া, এবং সেকথা হবু স্ত্রীকে না জানানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।