পুনে: ২৭ বছর বয়সী এক যুবকের ভয়ঙ্কর কীর্তি ! ফ্ল্যাটের গ্যারাজের এক ডজনেরও বেশি বাইক একবারে জ্বালিয়ে (Pune News) দিয়েছেন তিনি। কারণ তার মা তাঁকে নেশার টাকা দিতে অস্বীকার করেছিলেন। বুধবার পুনেতে (Viral News) ঘটেছে এই ঘটনা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সমস্ত দৃশ্য। পুনের পিম্পরি ছিঁচওয়াড়েতে ভোর ৩টের সময় ঘটেছে এই ঘটনা।
ভিডিয়োতে দেখা যায়, ২৭ বছর বয়সী সেই যুবক স্বপ্নিল শিবশরণ পাওয়ার গ্যারাজে রাখা বাইকগুলির উপরে জ্বালানি তেলের মত কিছু একটা ঢালছিলেন। তারপর একটি বাইকে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেন তিনি এবং সঙ্গে সঙ্গে সেই এলাকা ছেড়ে পালিয়ে যান। আধিকারিকরা জানাচ্ছেন ১৩টি বাইক পুড়ে ছারখার হয়ে যায়। সেই সোসাইটির বাসিন্দারা এই ব্যক্তির নামে অভিযোগ জানানোর কিছুক্ষণ পরেই তাঁকে আটক করে পুলিশ।
স্বপ্নিলের মায়ের বক্তব্য অনুসারে, সেদিন রাত ২টো-৩টে নাগাদ বাড়ি আসেন স্বপ্নিল এবং তার কাছে টাকা চান। যখন তিনি টাকা দিতে অস্বীকার করেন, স্বপ্নিল হুমকি দেন যে তাদের এবং গোটা বাড়িটাকেই তিনি আগুন জ্বালিয়ে দেবেন। এমনকী পুলিশকে তিনি অনুরোধ করেন যাতে স্বপ্নিলের কোনওভাবেই জামিনে মুক্তি না হয়। তিনি বলেন, 'আমি পুলিশকে অনুরোধ করেছি যাতে তাঁকে কোনওভাবেই থানা থেকে ছাড়া না হয়। তার কারণেই পুরো পরিবার সমস্যায় রয়েছে। আমাদের একটি ব্যাঙ্ক ঋণও রয়েছে মাথার উপর। যদি তারা স্বপ্নিলকে ছেড়ে দেয়, সে আমাদের পুড়িয়ে মারবে সকলকে। আমাদের গোটা বাড়িটাই জ্বালিয়ে দেবে বলেছে। পাশের বস্তিতে যারা থাকে তাদেরও জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে সে। যদিও পাশের বস্তির লোকেরাই আমাকে জানায় বাড়ি ছেড়ে বেরিয়ে আসার কথা নাহলে আগুনে বড় বিপদ হতে পারত। আমরা জানিও না যে স্বপ্নিলের জন্য এখানে থাকতে না পারলে আমরা কোথায় যাব'।
স্বপ্নিল পুলিশকে জানিয়েছেন যে তাদের প্রাণ বাঁচানোর জন্য বাড়িতে সুস্থভাবে থাকতে দেওয়ার জন্য তাঁকে তারা টাকা দিয়ে গিয়েছে বরাবর, কিন্তু এখন আমার মা হাত তুলে নিয়েছেন আমাকে আর তিনি টাকা দেবেন না বলেছেন'। এলাকাবাসীদের একজন জানিয়েছেন যে স্বপ্নিল বুদ্ধিমান মেধাবী ছেলে হলেও সে ড্রাগের নেশায় আসক্ত। সেই ইঞ্জিনিয়ারিং পড়েছে, বহুবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাতে উপকার হয়নি। তার কারণে পরিবার ঝুঁকিতে রয়েছে।