লখনউ: কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই ভাবনা থেকেই বোধহয় মন্দিরে চুরি করেন কয়েকজন ব্যক্তি। একটি নয়! উত্তরপ্রদেশের (Uttarpradesh) চিত্রকূট এলাকার একটি বালাজি মন্দির (Balaji Temple) থেকে ১৪টি অষ্টধাতুর মূর্তি চুরি করেন তাঁরা। আর এরপরই, কাহানি মে ট্যুইস্ট!                                   


মূর্তি চুরির কয়েকদিন যেতে না যেতেই ওই মন্দিরের পুরোহিতের বাড়ির বাইরের দরজার সামনে একটি থলির মধ্যে থেকে উদ্ধার হল মূর্তিগুলি। শুধু তাই নয়, ওই থলির পাশে পাওয়া গিয়েছে একটি চিঠিও। যেখানে বলা হয়েছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। যা পড়ে শিহরিত সকলেই।                                                       


আরও পড়ুন, এই ছবিতে তাকিয়ে থাকুন ২০ সেকেন্ড! এরপর দেওয়ালের দিকে তাকালেই দেখবেন এক ম্যাজিক


কী লেখা ছিল সেই চিঠিতে?                     


পুলিশ সূত্রে বলা হয়, ৯ মে রাত্রিতে বালাজি মন্দির থেকে চুরি হয়েছিল ১৬টি মূর্তি। এরপর ওই মন্দিরের পুরোহিত থানায় অভিযোগ দায়ের করেন। এরপর এক সপ্তাহের মধ্যেই ওই মূর্তি পাওয়া যায় পুরোহিতের বাড়ির দরজার সামনে থেকে। পাওয়া চিঠিতে লেখা ছিল, এই মূর্তি চুরির পর থেকে রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখছিলেন। অবর্ণনীয় সেই সব দৃশ্য। রীতিমত হাড়হিম করা। টানা বেশ কয়েকদিন এমনটা হওয়ার পরে ওই মূর্তি ফেরত দিয়ে যায় চোরেরা।                                                   


তবে চুরি যাওয়া ১৬টি নয়, বরং ১৪টি মূর্তি ফেরত দেওয়ায় হয়েছিল। চোরেদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।