Vande Bharat Express Stopped: সাধারণত রেল লাইনের উপরে কোনও পশু চলে এলে কিংবা কোনও যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে ট্রেন অনেকসময় দাঁড়িয়ে যায়। কিন্তু আপনি কি শুনেছেন যে ভারতের প্রিমিয়াম ট্রেন পরিষেবা দেয় যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) সেই ট্রেনও হঠাৎ করে থমকে গেছে, তাও সামান্য একটা লেহেঙ্গার কারণে। টানা ২০ মিনিট ধরে দাঁড়িয়ে রইল ট্রেন। কানপুরে ঘটেছে এই ঘটনা। কিন্তু কেন এমন হল ?
কীভাবে ঘটল এই ঘটনা ?
দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসে (২২৪৩৬) এই ঘটনা ঘটেছে। সকাল সাড়ে দশটার সময় কানপুর সেন্ট্রাল রেল স্টেশনে পৌঁছায় এই ট্রেন এবং কিছুক্ষণ পরেই প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যেইমাত্র এই ট্রেনটি শান্তিনগর ক্রসিংয়ে (Vande Bharat Express) এসে দাঁড়ায়, ট্রেনের চালক লক্ষ্য করেন যে ওভারহেডের ইলেকট্রিক তারে কিছু একটা কাপড় আটকে আছে। আর সেখান থেকেই ধোঁয়া বেরোচ্ছে। এটা দেখে ট্রেন চালক সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন এবং কন্ট্রোল রুমে এই সংবাদ জানান।
কন্ট্রোল রুমে এই খবর পাওয়ামাত্র কানপুর সেন্ট্রাল স্টেশন সুপারিনটেন্ডেন্ট অবধীশ ত্রিবেদী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসেন তার টিম নিয়ে। রেলের কর্মীরা লক্ষ্য করেন যে একটি লেহেঙ্গা আটকে গিয়েছে ওভারহেডের ইলেকট্রিক তারে (Vande Bharat Express) যেটা কোনও বাড়ির ছাদ থেকে উড়ে এসে পড়েছে। শান্তিনগর ক্রসিংয়ের আশেপাশে অনেক উঁচু উঁচু বাড়ি রয়েছে যেখানে ছাদে মানুষজন জামা-কাপড় শুকোতে দেন। সেখান থেকেই হাওয়ার জোর গতিতে হয়ত কোনও লেহেঙ্গা এভাবে উড়ে এসে পড়েছে ট্রেনের তারে।
২০ মিনিট থমকে রইল ট্রেন
তার থেকে লেহেঙ্গা সরানোর (Vande Bharat Express) কাজ সঙ্গে সঙ্গেই শুরু করে দেয় রেলকর্মীরা। ভালভাবে তার যাচাই করে নেওয়ার পরে দেখে নেওয়া হয় যে কোনও বাধা বিঘ্ন আর রয়েছে কিনা। টানা ২০ মিনিট ধরে চলে এই পদ্ধতি। কানপুর সেন্ট্রাল সিটিএফ আশুতোষ সিং জানিয়েছেন, 'আমরা খবর পেয়েছিলাম কিছু একটা কাপড় আটকে গিয়েছে ওভারহেডের তারে। আর সেখান থেকে নাকি ধোঁয়া বেরোচ্ছে। আমাদের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়, সেই লেহেঙ্গাকে সরিয়ে দেওয়া হয়। হাওয়ার সঙ্গে উড়ে এসে বসে এই লেহেঙ্গা, আর তারে এসে আটকে গিয়েই বিপত্তি ঘটায়।'