উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কয়েক মাস আগে এক পরিচারকের আটায় প্রস্রাব মেশানোর ঘটনা সামনে এসেছিল। আর এবার এক রেস্তোরাঁয় রুটি বানানোর সময় এক কর্মচারীর কীর্তিতে স্তম্ভিত সবাই। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি রুটির উপর থুতু ফেলছেন এবং তারপর তা তন্দুরে রাখছেন। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।                                         


মুরাদনগরের নাজ হোটেলে এই ঘটনাটি ঘটে, কারণ কর্তৃপক্ষকে শীঘ্রই সতর্ক করা হয়েছিল। তথ্য পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে, এবং অভিযুক্ত ব্যক্তি, যার নাম ইসরার, তাকে হেফাজতে নেয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়া ভিডিওতে রুটি বানানোর সময় বারবার থুতু ফেলতে দেখা যাচ্ছে। ভিডিওটি সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।                          


স্থানীয় বাসিন্দারা আগে থেকেই এই কাজকর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলেন। বহুবার তার কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু এতদিন তাঁদের কাছে কোনও সুনির্দিষ্ট প্রমাণ ছিল না। এবার ভাইরাল হওয়া ভিডিও তাঁদের আশঙ্কাকে সত্য প্রমাণ করেছে।                     


২২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা গেছে রুটি করার জন্য আটা মাখা হচ্ছে। যিনি আটা মাখছেন তিনি তার মধ্যে নিজের মুখের থুতু লাগাচ্ছেন। আশপাশে রয়েছেন দোকানের আরও অন্যান্য কর্মী। ভিডিও দেখে রে রে করে উঠেছেন নেটিজেনরা। ওই দোকানের খাবার যাঁরা খেয়েছেন তাঁরাও সরব হয়েছেন।


আরও পড়ুন, গরম কফিতে পুড়ল গা! ব্যক্তিকে ৪৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিল স্টারবাকস


ভিডিওটি নজরে আসার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে গ্রেফতার করে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।                                       



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে