Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) পশুপাখিদের বিভিন্ন মজার ভিডিও ভাইরাল (Viral Video) হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে (Instagram)। সেখানে দেখা গিয়েছে, দৌড়তে গিয়ে একটি হাতি (Elephant Calf) আচমকাই নিজের শুঁড়ের উপর পা দিয়ে ফেলেছে। পরক্ষণেই মাথা নিচু করে কান দুলিয়ে নিজের ভুল বুঝে ফেলেছে সে। ভাইরাল ভিডিওর শুরুতে দেখা গিয়েছে, হাতিটি এক ব্যক্তির হাত থেকে জল জাতীয় কিছু একটা খেয়েছে। তারপরেই শুরু করেছে দৌড়ানো। চারদিক ঘেরা একটি জায়গায় দৌড়তে দেখা গিয়েছে বাচ্চা হাতিটিকে। তাকে দেখার জন্য আশপাশে ভিড় করেছেন অনেক লোক। বেশ আনন্দেই দৌড়তে শুরু করেছিল হাতিটি। কিন্তু আচমকাই নিজের শুঁড়ে নিজেই পা দিয়ে ফেলেছিল সে। ফলে দৌড় থেকে যায় মুহূর্তের জন্য। পরমুহূর্তেই অবশ্য নিজের কাণ্ড বুঝতে পেরে পায়ের তলা থেকে শুঁড় বের করে এনেছিল সে। তারপর আবার শুরু হয় দৌড়। 


দেখে নিন সেই মজার ভাইরাল ভিডিও


 






সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। নেটিজেনরাও বেজায় মজা পেয়েছেন এই ভিডিও দেখে। ক্রমশ এই ভিডিওর লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা বাড়ছে। বাচ্চা হাতিদের ভিডিও সবসবময়েই বেশ মজার হয়। বলা হয়, বাচ্চা হাতিদের প্রায় এক বছর লেগে যায় নিজেদের শুঁড় সামলে রাখার কৌশল শিখতে। এই বাচ্চা হাতিটিকেও দেখে বোঝাই গিয়েছে যে সে বয়সে ছোট হওয়ায় এখনও ঠিকভাবে শুঁড় সামলাতে শেখেনি। আর তাই দৌড়তে গিয়ে নিজের পায়ের তলাতেই চেপে ফেলেছিল শুঁড়। তবে পরক্ষণেই অবশ্য নিজেকে সামলে নিয়েছে সে। বেসামাল হয়ে পড়ে গিয়ে কোনও অঘটন ঘটায়নি। বরং বেশ ভালভাবেই পুরো ব্যাপারটা সামাল দিয়েছে। ছোট্ট হাতির এমন কীর্তিকলাপ দেখে অবাক সকলেই। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওর ভিউ হয়েছে প্রায় ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষের কাছাকাছি। অন্যদিকে এই ভাইরাল ভিডিও দেখে তা লাইক করেছেন ২ মিলিয়ন অর্থাৎ ২০ লক্ষেরও বেশি সোশ্যাল মিডিয়া ইউজার। 


আরও পড়ুন- পোষ্য সারমেয়র দুরন্ত 'গোলকিপিং' দেখে মুগ্ধ নেট দুনিয়া, দেখুন সেই মজার ভাইরাল ভিডিও