কলকাতা: পরীক্ষায় পাস করতে চায় সকলেই। ভাল নম্বর, ভাল গ্রেড অর্জনের জন্য শিক্ষার্থীরাও ঘণ্টার পর ঘণ্টা ধরে কঠোর পরিশ্রম করে যান। পরীক্ষার পাস করতে এত বেশি পরিশ্রম করতে চান না, সে সংখ্যাও অবশ্য জনসংখ্যায় বিদ্যমান। কম পরে বেশি নম্বর, কিংবা 'টুকলি' করে পাসের প্রথা চলেই আসছে শিক্ষাক্ষেত্রে। গুরুগম্ভীর, রাশভারী শিক্ষকদের চোখ এড়িয়েই বিদ্যাস্থানে দিব্যি কারসাজি সেরে ফেলেন সেই সব ছেলেমেয়েরা। নানা রকমের অভিনব ভাবনা বের হয় এই কাজ করতে গিয়ে। তেমনই একটি টুকলির নয়া পন্থার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।                                     


ল্যান্স নামের এক ব্যক্তি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি পেন্সিল বক্সের মধ্যে রয়েছে মোবাইল। প্রাথমিকভাবে সেই মোবাইলে পেন-পেন্সিলের ছবি রাখার দৃশ্যই দেখা যাচ্ছে। কিন্তু পরক্ষণেই পেন্সিল বক্স-এ বদল। সেখানে চলে এসেছে পরীক্ষার প্রশ্নপত্র।                                                                                     


আরও পড়ুন, কুমির সেজে আসল কুমিরের পা ধরে টানাটানি! ভয়ঙ্কর ভিডিও দেখে চমকে উঠছে সকলেই


প্রথমে দেখে মনে হচ্ছে এর ভিতরে রাখা বহু রঙের কলম।  ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে স্পর্শ করার পরে ফোনের স্ক্রীনটি ফোনের গ্যালারিতে ট্রান্সফার হয়। এরপরই সেখান থেকে ফোনের স্ক্রিনে চলে আসে উত্তরপত্র।                                                                                                                        





ভিডিওতে লেখা হয়েছে, এটি রীতিমতো একটি বিশেষজ্ঞ প্রতারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৩.৯ মিলিয়ন ভিউজ হয়েছে। একজন ইউজার বলেন, "এবার থেকে শিক্ষকদেরও খুব সাবধানে থাকতে হবে। পড়ুয়াদের কাছে এমন গ্যাজেট থাকলে টুকলি হতেই থাকবে।"