নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলি আজকাল ট্রেন্ডিং (Trending) হয়ে দাঁড়িয়েছে। মাঝেমধ্যেই এমন কিছু ছবি ভাইরাল (Viral) হয়, যেগুলি আমাদের মন ও মস্তিষ্ককে (Brain) বিভ্রান্ত করে তোলে। এই জাতীয় ছবিগুলি দেখতে সহজ হলেও, এর সমাধান খুঁজে পাওয়া বেশ কঠিন। তবে আপনি যদি মনকে শান্ত রেখে ভালোভাবে ছবিটি পর্যবেক্ষণ করেন তবে অবশ্যই ছবিটি সমাধান খুঁজে পেতে পারেন।

  


এই ছবিতে দেখা যাচ্ছে, একটি পাথুরে এলাকার যেখানে বিভিন্ন রঙের ও ছোট-বড় সাইজের পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ব্যাঙ। এই ছবিতে ব্যাঙটি এমন ভাবে লুকিয়ে আছে, যাকে খুঁজতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছে। দাবি করা হয়েছে, ৫% মানুষই খুঁজে পেয়েছেন।


আপনি যদি ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তবে আপনিও ব্যাঙটিকে অবশ্যই খুঁজে পাবেন। ইতিমধ্যেই যারা খুঁজে পেয়েছেন, তাদেরকে বাহবা দেওয়ার পাশাপাশি বলতেই হয় তাদের চোখ খুবই তীক্ষ্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এই জাতীয় ছবি সমাধান খুঁজে পেতে বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই, একটু পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গিতে লক্ষ্য করলেই ছবিটি সমাধান খুঁজে পাবেন।


আরও পড়ুন, একটা নয়, তিনটে সিংহ লুকিয়ে এই ছবিতে! আপনার চোখে ধরা পড়ল?


আপনি যদি এখনো ব্যাঙটি খুঁজে না পান তাহলে, আমরা আপনাকে সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছি। ছবিটির একেবারে মাঝ বরাবর ভালোভাবে লক্ষ্য করে দেখুন, একটি হালকা বাদামি বর্ণের ব্যাঙ রয়েছে, আর এটিকে সহজেই দেখা যাচ্ছে না। ছবিতে ব্যাঙটি দৃশ্যমান হলেও এমনভাবে পাথরের মধ্যে বসে রয়েছে, খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।


আপনি কি ছবিটির মধ্যে থাকা ব্যাঙটি খুঁজে পেয়েছেন? 


আপনি যদি খুঁজে নাও পান, তাতে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইট করে বুঝিয়ে দিয়েছি। আসলে এই জাতীয় চ্যালেঞ্জগুলি আমাদের মন ও মস্তিষ্ককে বিভ্রান্ত করলেও এগুলি একপ্রকার মাইন্ড গেম, যা আরও আকর্ষণীয় করে তোলে এবং আমাদের স্মার্ট হতে সাহায্য করে।




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y