নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) আজকাল নানান ধরনের ছবি ভিডিও পোস্ট করা হয়, এর মধ্যে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলিও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক ইন্টারনেট ব্যবহারকারীরা এই সমাধানের খেলায় মেতেছেন। ছবিগুলি দৃষ্টি বিভ্রমের সৃষ্টি করলেও আইকিউ লেভেল বুঝে নেওয়ার একটি ভালো উপায়।
অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি আমাদের মনকে বিভ্রান্ত করে ঠিকই তবে মস্তিষ্কের সমস্ত সংযোগকারী কোষগুলিকে একত্রিত করে। বিশেষজ্ঞরা বলছেন, আপনি যত কঠিন ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করবেন, নিজেকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবেন।
যাইহোক এই প্রতিবেদনে একটি ছবি নিয়ে আসা হয়েছে, যেখানে তিনটি সিংহকে খুঁজে বের করতে হবে। উপরের ছবিটিতে রয়েছে একটি ঘন জঙ্গলের দৃশ্য, চারিদিকে সবুজের সমারোহ এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুকনো পাতা। আর এরই মধ্যে কোথাও যেন লুকিয়ে রয়েছে তিনটি সিংহ।
ছবির মধ্যে একটি সিংহকে সবাই দেখতে পেলেও বাকি দুটিকে খুঁজতে হিমশিম খাচ্ছেন অনেকেই। দাবি করা হয়েছে, ১০ সেকেন্ডের মধ্যে কেবল ১% মানুষই এই চ্যালেঞ্জ পূরণ করতে পারে। এবার আপনিও যদি ইতিমধ্যেই তিনটি সিংহকে খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার চোখ সত্যিই তীক্ষ্ণ এবং আপনি একজন জিনিয়াস।
আপনার পক্ষে এই চ্যালেঞ্জটি কঠিন মনে হলে তাতে চিন্তা করার কিছু নেই, আমরা লাল বৃত্তের মধ্যে চিহ্নিত করে বুঝিয়ে দিয়েছি। ছবিটি মনোযোগ সহকারে দেখলে সিংহগুলিকে খুঁজে পেতে পারেন। প্রথম সিংহটিকে সহজেই বোঝা যাচ্ছে। এরপর দ্বিতীয় সিংহটি রয়েছে ছবির বাম দিক গাছের পাশে আর তৃতীয় সিংহটি লুকিয়ে রয়েছে ছবির একেবারে মাঝামাঝি থাকা গাছটির মধ্যে, যা গাছের কাণ্ডের সঙ্গে মিশে রয়েছে।
আরও পড়ুন, বিশ্বকাপে অজিদের কাছে হার রোহিত-ব্রিগেডের, ভারতের পরাজয়ে কেঁদে ভাসাল খুদে অনুরাগী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y