Manali Zipline Accident: পরপর বিপর্যয়ের মধ্যে এবার মানালিতে জিপ লাইন দুর্ঘটনার ছবি ভাইরাল। জিপ লাইনের তার ছিড়ে নীচে পড়ে জখম তরুণী পর্যটক, এক সপ্তাহ আগের ছবি ভাইরাল। জিপ লাইনের তার ছিঁড়ে ৩০ ফুট নীচে পড়ে জখম নাগপুরের তরুণী। মা-বাবার সঙ্গে মানালিতে ঘুরতে গিয়ে দুর্ঘটনা। পায়ে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি তরুণী। জিপ লাইনের তার ছিড়ে দুর্ঘটনা, ফের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন। জানা গিয়েছে, আহত তরুণীর বয়স মাত্র ১২ বছর। মহারাষ্ট্রের এই কিশোরী হিমাচল প্রদেশের মানালিতে গিয়ে এই ভয়াবহ জিপ লাইন দুর্ঘটনার কবলে পড়েছে। 

মা-বাবার সঙ্গে মানালি বেড়াতে গিয়ে জিম লাইন রাইডে চড়েছিল ছোট্ট মেয়েটি। কিন্তু সেখানেই যে এমন অঘটন ঘটবে তা বুঝতে পারেননি কেউই। এক্স মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, জিপ লাইন রাইডে ঠিক মতোই এগোচ্ছিল কিশোরী। আচমকাই হুক ছিঁড়ে পড়ে যায় সে। গত সপ্তাহে ঘটেছে এই ঘটনা। ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। জিপ লাইনের সঙ্গে একটি হারনেসের সঙ্গে বাঁধা ছিল কিশোরী। এই হারনেসের সঙ্গে সংযুক্ত একটি দড়ি ছিঁড়ে গিয়েই পড়ে যায় কিশোরী। আহত কিশোরীর পরিবার সূত্রে খবর, জিপ লাইন রাইড ছিঁড়ে নীচের বোল্ডারে পড়ে গিয়েছিল সে। আর তাতেই ভাল মতো চোট লেগেছে তার। জানা গিয়েছে, আহত কিশোরীর নাম তৃষা। তার বাবা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছে তাঁর মেয়ে। 

মহারাষ্ট্রের পর এবার মধ্যপ্রদেশে সেতু-বিপর্যয়। মধ্যপ্রদেশের শিবপুরিতে ভেঙে পড়ল নির্মিয়মান ব্রিজ। মধ্যপ্রদেশে ভেঙে পড়ল ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ। মধ্যপ্রদেশে ব্রিজ বিপর্যয়ে আহত ৬ জন শ্রমিক। অন্যদিকে, কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল কপ্টার। এক শিশু, পাইলট-সহ মৃত্যু হয়েছে ৭ জনের। বেসরকারি সংস্থার ওই পাইলট সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল। খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। প্রশাসনের বেপরোয়া মনোভাবই এর জন্য দায়ী, অভিযোগ মৃতের পরিবারের। কপ্টার বিপর্যয়ের কারণ জানতে তদন্ত করবে AAIB, জানাল DGCA.