নয়া দিল্লি: বিমানে যাতায়াতের সময় বেশ কিছু ঘটনা নিয়ে এবার ভারতীয় যাত্রীদেরই দুষলেন এক প্রবাসী ভারতীয়। এই নিয়ে সোশাল মাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি। 'From an Indian to an Indian' শিরোনামে সেই পোস্ট ভাইরাল হয়েছে মুহূর্তেই। বিমানে ভারতীয়দের কথাবার্তা, চলনবলন নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন ওই প্রবাসী ভারতীয়।
তাঁর কথায়, মিউনিখ থেকে দিল্লি থেকে আসা বেশ কিছু যাত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছিলেন। কখনও উচ্চস্বরে কথা, কখনও অভদ্র আচরণ, অন্য যাত্রীদের প্রতি ব্যবহার, সম্মান না দেখানো ইত্যাদি। তাঁদের উদ্দেশে, 'মানুষের মতো আচরণ করার' বার্তাও দিয়েছেন ওই প্রবাসী।
তিনি ওই পোস্টে বলেন, 'কখনও কখনও আমি এক ভারতীয় হিসেবে লজ্জিত হই। আমি ভারতীয় হিসেবে সেই সকল ভারতীয়দের বলছি যারা বিদেশে থাকেন তাঁরা কেন বুঝতে পারেন না যে আপনাদের আচরণ ঠিক করা উচিত। আপনাদের এই ব্যবহার যথাযথ হয় না। এরপরই একটি বিমান যাত্রার উল্লেখ করেন তিনি। ওই প্রবাসী ভারতীয় বলেন, 'বিমানে সবাই যখন চুপচাপ তখন তারস্বরে কথা বলেছেন। কখনও ইনস্টাগ্রামে সজোরে রিলস দেখছেন। পাশের মানুষটির অসুবিধার কথাও তো ভাবতে হবে।'
শুধু তাই নয়, প্রবাসী ভারতীয় এও বলেছেন, 'বিমানবন্দরে লাইন না মানা, বিমানে আসন পরিবর্তন করতে বারংবার অনুরোধ, গন্ধযুক্ত জুতো খুলে বসে থাকা, পাল্টা অনুরোধ না শোনা এই সব অভিজ্ঞতা খুবই তিক্ত।'
যদিও ওই প্রবাসী এও বলেছেন, এই কথা তিনি বলেছেন এই কারণেই যে বিদেশে ভারতীয়রা যখন যান এর অর্থ তাঁরা দেশকে প্রতিনিধিত্ব করছেন। ফলে স্বভাব, আচরণ, কথাবার্তা সব কিছুতেই নিজের নাগরিকসত্ত্বাকে অগ্রাধিকার দেওয়া উচিত।
আরও পড়ুন, অপারেশনের সময় 'ভুল করে' লিভারই কেটে দিলেন চিকিৎসক! রক্তক্ষরণ হয়ে মর্মান্তিক মৃত্যু রোগীর
তাঁর কথায়, প্রবাসী হিসেবে খারাপ লাগে যখন দেখি বিদেশীরা ভারতীয়দের এই আচরণ নিয়ে কটূ মন্তব্য করছেন বা নিজেদের মধ্যে হাসাহাসি করছেন। নিজেদের সংস্কৃতি, শিক্ষার পরিচয় রাখা উচিত।'
সোশাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হয়েছে। অনেকেই ওই প্রবাসী ভারতীয়ের সঙ্গে সহমত হয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে