নয়া দিল্লি: হাসপাতালে গিয়েছিলেন সুস্থ হতে। কিন্তু সুস্থ হওয়ার বদলে চিকিৎসকের 'ভুল' প্রাণ হারালেন এক রোগী। অভিযোগ জমা পড়তেই ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হয়েছে। 


জানা গিয়েছে, এক রোগী ileostomy করার জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অন্ত্রে কিছু ক্ষরণের সমস্যা হচ্ছিল ওই রোগীর। কিন্তু সেটির যথাযথ অপারেশন করার বদলে লিভার কেটে বাদ দিয়ে দেন চিকিৎসক। 


ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। রোগীর শরীর থেকে বর্জ্য বের করার পথটি ঠিক করার বদলে সেখানে ফুটো করে ফেলেন চিকিৎসক। অভিযোগে বলা হয়েছে, অপারেশনের পরে স্বাস্থ্যের অবনতি হয়েছিল রোগীর। সেই সময় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু প্রথমে রক্তক্ষরণের জেরে সেপসিস হয়। এরপর অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়ে তাঁর।                                                       


ঘটনার তদন্তে জানা গেছে যে সার্জন ডাঃ থমাস শাকনভস্কি এবং অন্যান্য ডাক্তাররা "যথাযথভাবে ডায়াগনস্টিক টেস্টিং ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন এবং সময়মত সেপসিসের চিকিৎসার জন্য ইমেজিং অর্ডার করতে বিলম্ব করেছেন"।এও বলা হয়েছে যে শাকনভস্কি তার যত্ন নেওয়ার সময় চরম অবহেলা করেছিলেন। যার ফলে মৃত্যু মুখে ঢলে পড়েন রোগী।                                                                   


আরও পড়ুন, 'রেলে একটু বাজেট বৃদ্ধি করুন', ট্রেনে চড়ে চরম উষ্মা প্রকাশ বিদেশিনীর! কটাক্ষ ছুড়লেন নেটিজেনরা


নিউ ইয়র্কস টাইমস-এ প্রকাশিত হাসপাতাল সূত্রে খবর অনুযায়ী, লিভার অপারেশন করার সময়ই সেখানে একটি ছিদ্র করে ফেলে। ফলে সেখান থেকেই সমস্যার সূত্রপাত ঘটে। তবে অন্যান্য চিকিৎসকরা বলেন, ওই রোগীর যা যা উপসর্গ ছিল সেই অনুযায়ী এই অপারেশন করার প্রয়োজন ছিল না। জানা গিয়েছে কিছুটা জোর করেই রোগীকে হাসপাতালে ভর্তি করে এই অপারেশন করেন ওই চিকিৎসক। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে