নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপেই বিয়ে? শুনে চমক লাগছে? এমনটাই ঘটেছে বিহারের মুজাফফরপুরে। এ যেন প্রেমের সম্পর্ক পরিণতি পেল সোশ্যাল মিডিয়ায়। হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে আচমকাই বিয়ে সারল দুই স্কুল পড়ুয়া।
ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিন কয়েক আগে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে দু'জনে বিয়ে সারে। একে অপরকে লিখে পাঠায় 'কবুল হ্যায়'। দুই তরফেই তিনবার করে উচ্চারিত হল 'কবুল হ্যায়'। প্রেমিক যুগলের এহেন কীর্তিতে রীতিমতো শোরগোল। শেষমেশ থানায় ছুটল তাদের পরিবার।
কারণ, দু'জনের এই সম্পর্ক নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল দুই পরিবারের। বিয়ের কথা জানতে পেরেই থানায় অভিযোগ জানাতে যায় ছাত্রের পরিবার। এরপর থানায় তাকে ডেকে পাঠায় পুলিশ।
ছেলেটির মতে, দুই বছর ধরে মেয়েটির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পুলিশকে ওই ছাত্র জানায়, লুকিয়ে তার প্রেমিকাকে সিঁদুর পরিয়ে দিয়েছে সে। বিয়ে করে একসঙ্গেই থাকতে চায়। পরিবারের আপত্তিকে বিশেষ গুরুত্ব দিতেও নারাজ। থানায় দু'ঘণ্টা তীব্র অশান্তি করে সে। পুলিশ বোঝানোর চেষ্টা করলেও, নিজের সিদ্ধান্তে সে অটল। দুই পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে, পুলিশ পরবর্তী পদক্ষেপ করবে বলে জানিয়েছে।
পুলিশ ছেলেটিকে থানায় ডেকে পাঠায়, যেখানে তারা মেয়েটির সঙ্গে একাধিক ছবি এবং হোয়াটসঅ্যাপ চ্যাট খুঁজে পায়। পুলিশের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাউন্সেলিং সত্ত্বেও, ছেলেটি মেয়েটির সঙ্গে থাকার সিদ্ধান্তেই অটল ছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে