বেজিং: ক্যান্টিন সামলানোর জন্যও PhD চাই? চিনের একটি ইউনিভার্সিটির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে। ক্যান্টিনের ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় ওই ইউনিভার্সিটি। যোগ্যতা হিসেবে PhD থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়। বিজ্ঞাপনটি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Viral News)
South China Morning Post-এ প্রকাশিত খবর অনুযায়ী, নানজিংয়ের সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি ওই বিজ্ঞাপনটি দেয়। ইউনিভার্সিটির ওয়েবসাইটেই চাকরির বিজ্ঞাপনটি পোস্ট করে জানানো হয়, ক্যান্টিনের ম্যানেজার পদে নিযুক্তি চলছে। আবেদনকারীর ডক্টরাল ডিগ্রি থাকা বাধ্যতামূলক। (China News)
নানজিংয়ের সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি সরকারি সাহায্য়প্রাপ্ত। চিনে যে ৩৯টি ইউনিভার্সিটিকে সেরার তালিকায় রাখা হয়, যেখান থেকে পাস করে বেরোলে ভাল চাকরির সুযোগ বাড়ে, উচ্চশিক্ষার রাস্তা প্রশস্ত হয়, সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি তার মধ্যে অন্যতম। তাই বলে ক্যান্টিনের ম্যানেজারের PhD থাকতে হবে, এ কেমন আবদার বলে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
ক্যান্টিনের ম্যানেজারকে রান্নাবান্না তদারকি করতে হবে, কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, পরিচ্ছন্নতার পাশাপাশি, কাগজপত্র সব সামলাতে হবে বলে লেখা হয় বিজ্ঞাপনে। ইংরেজির জ্ঞান থাকা দরকার, অফিসের সফ্টওয়্যারও আয়ত্তে করতে বলেজানানো হয়। পূর্বঅভিজ্ঞতা থাকলে এবং কমিউনিস্টি পার্টির সদস্যতা থাকলে অগ্রাধিকার মিলবে বলেও উল্লেখ ছিল বিজ্ঞাপনে। বার্ষিক বেতন ২৫ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা ২১ লক্ষ টাকার বেশি।
অন্য কিছু নিয়ে আপত্তি না থাকলেও, এই চাকরিতে PhD-র কার্যকারিতা কী, বুঝে উঠতে পারছেন না অনেকেই। ‘ক্যান্টিনের কাজে PhD কেন লাগবে’, লিখেছেন কেউ কেউ। আবার এর নেপথ্য়ে অন্য কারণ থাকতে পারে মত কারও কারও। তাঁদের মতে, আগে থেকেই হয়ত কারও নিয়োগ চূড়ান্ত হয়ে গিয়েছে। ব্যক্তিগত যোগাযোগকে হয়ত কাজে লাগিয়েছেন তিনি। তাঁর হয়ত PhD রয়েছে, আবার কুকিং সার্টিফিকেটও রয়েছে। তাঁকে সুবিধে করে দিতেই হয়ত ইচ্ছাকৃত ভাবে ওই বিজ্ঞাপন ছাপা হয়েছে।
বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত ইউনিভার্সিটির তরফে জানানো হয়, রাঁধুনির প্রয়োজন নেই তাদের। বরং খাবার, পুষ্টি, রান্না শিল্প সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে, এমন কাউকে খোঁজা হচ্ছে। কুকিং সার্টিফিকেট থাকলে ভাল। ওই পদে নিযুক্ত হতে দলে দলে লোকজন ঝাঁপিয়ে পড়বেন বলে মনে করা হচ্ছে। স্থায়ী চাকরি, ভাল বেতনের পাশাপাশি অন্যতম সেরা ইউনিভার্সিটিতে কাজের সুযোগ কেউ হাতছাড়া করবেন না বলে অনুমান।