কলকাতা: প্রেসক্রিপশনে চিকিৎসকদের লেখা পড়তে হিমসিম খেতে হয় আমজনতাকে। এক, চিকিৎসা পরিষেবা বুঝতে পারা সব সময় সম্ভব হয় না, দুই, ফার্মাকোলজির নামের জেনেরিক নামও বোঝা যায় না সাধারণের পক্ষে। একমাত্র ফার্মাসিস্টরাই হোঁচট না খেয়ে অনায়াস দক্ষতায় ডাক্তারদের বয়ান পড়ে সেই মতো ওষুধ দিয়ে দেন। 


চিকিৎসকদের প্রেসক্রিপশনের হাতের লেখা নিয়ে একাধিক ছবি নানা সময়ে ভাইরাল হয়েছে। তবে এবার যে ছবি ভাইরাল হয়েছে তা চরম হাসির উদ্রেক ঘটিয়েছে সোশাল মিডিয়ায়। এমনকী এই প্রেসক্রিপশন দেখে ফার্মাসিস্টরাও চোখ কপালে তুলেছেন। মেডিসিন হোক বা ডায়াগনসিস কোনটাই বোঝার উপায় নেই।                                                         


ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের সাতনা জেলার রোগী কল্যাণ সমিতির জেলা স্বাস্থ্য কেন্দ্রের এই প্রেসক্রিপশন। রিপোর্ট অনুযায়ী, ৪৬ বছর বয়সী অরবিন্দ কুমার সেন শরীরে ব্যথা এবং জ্বরের অভিযোগ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। ওপিডিতে, ডাঃ অমিত সোনির সঙ্গে দেখা করেছিলেন রোগী। যিনি তাঁকে ওষুধ দিয়েছিলেন। রোগী এই প্রেসক্রিপশন নিয়ে বিভিন্ন ফার্মেসিতে গেলেও কেউ ওষুধের নাম পড়তে পারেনি বলেই জানান হয়। 






এই ছবিটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরাও বলেছেন তাঁরা কেবল দুটি শব্দ "W এবং 225" পড়তে পারছেন। বাকিটা অপাঠ্য। গোটা প্রেসক্রিপশনজুড়েই 'আঁকাবাঁকা লাইন' ছাড়া আর কিছুই বুঝতে পারছেন না। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভাইরাল প্রেসক্রিপশনে প্রতিক্রিয়া জানিয়েছেন, একজন বলেছেন, "এমন ডাক্তারের লাইসেন্স বাতিল করা উচিত"। 


আরও পড়ুন, 'মেয়ের কান্না প্রতিদিনই কানে বাজছে, আমার বিচার চাই', আজ সুপ্রিম কোর্টের শুনানিতে তাকিয়ে মা


এও বলা হয়েছে, “ভারতেও প্রেসক্রিপশন ছাপানো উচিত বিদেশের মতো। হাতে লিখবেন কেন? শুধু এটি টাইপ করুন, এটি প্রিন্ট করুন এবং রোগীকে দিন”।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে