কলকাতা: দেশ জুড়ে চলছে নবরাত্রি উৎসব। আর বাংলায় চলছে দুর্গাপুজো। জাঁকজমক সহ সমাজের সর্বস্তরের মানুষ এসে সামিল হয়েছেন এই উৎসবে। আর এরই মধ্যে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটে গেল। পুনেতে নবরাত্রির উৎসবের মাঝেই ডান্ডিয়া আর গরবা নাচ চলাকালীন এখানকার স্থানীয় জনপ্রিয় শিল্পী অশোক মালি (Viral News) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। গরবা শিল্পী (Garba King) ও গরবা প্রশিক্ষক অশোক মালির (Ashok Mali) মৃত্যু শোকের ছায়া নামিয়ে এনেছে পুনেতে। চাকান এলাকায় গরবা নাচ করতে করতেই ছেলের সামনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে অশোকের।


সমাজমাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এই শিল্পীর পারফরম্যান্সের ভিডিয়ো যার শেষে দেখা যায় তিনি নাচতে নাচতেই মাটিতে লুটিয়ে পড়লেন। ছেলের সঙ্গেই গরবা নাচছিলেন সেই শিল্পী। কিন্তু দুর্ভাগ্যবশত এই নাচের সময়েই ছেলের সামনেই মৃত্যু হয় তাঁর। পুনে অঞ্চলের খুবই জনপ্রিয় গান 'ঘুঙ্ঘট মে চাঁদ হোগা আঁচল মে চাঁদনি'-এর সঙ্গে নাচছিলেন অশোক মালি। তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলেন অনেক দর্শক। নিজে ছেলের সঙ্গে খুব মজা করেই নাচছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁকে হাঁটু মুড়ে শুয়ে পড়তে দেখা যায়।



তাঁর চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা সঙ্গে সঙ্গে তাঁকে সাহায্য করার জন্য ছুটে আসেন। তাঁর ছেলে ভবেশ বাবার অমন অবস্থা দেখে দৌড়ে আসেন। তারপর সেখানকার মানুষজন অশোককে হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করার পরেই মৃত ঘোষণা করেন। বহু চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি।


গরবা শিল্পীদের সম্প্রদায়ের মধ্যে অশোক মালির মৃত্যু এক গভীর শোকের বার্তা বহন করে এনেছে। স্থানীয় মানুষরাও এই মৃত্যুসংবাদে গভীরভাবে শোকাহত। অনেকেই গরবা নাচের প্রতি তাঁর যে ডেডিকেশন তা নিয়ে গর্ব করেন। অনেকেই বলেছেন যে তারা সকলে যখন এই উৎসবে মেতে উঠেছিলেন, তাঁর মধ্যে সব ঘটনা একবারে বদলে গেল। এই জনপ্রিয় শিল্পীর মৃত্যু মেনে নেওয়া কঠিন। পুনের ধুল জেলার শিন্ডখেড়া তালুকের হোল গ্রামে জন্ম হয় অশোক মালির। স্থানীয় গরবা শিল্পী হিসেবে তাঁর জনপ্রিয়তা ছিল শীর্ষে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Dev: আমি প্রতিবাদ বিরোধী কাজ করছি না.. কিন্তু আমায় সংসার চালাতে হবে: দেব