যোধপুর:  সরকারি হাসপাতালের অনিয়ম নিয়ে মাঝেমাঝেই অভিযোগ শোনা যায় সাধারণ মানুষদের মধ্যে। সম্প্রতি এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল সমাজমাধ্যমে। এক ল্যাবকর্মী ইউটিউবের ভিডিয়ো টিউটোরিয়াল দেখে ইসিজি করছেন হাসপাতালে। এই ভিডিয়ো (Viral Video) দেখেই চোখ কপালে নেটিজেনদের। হাসপাতালে দীপাবলির ছুটিতে (Rajasthan Govt Hospital) ছিলেন সকল ডাক্তার ও কর্মী। রাজ্য সরকারি হাসপাতালের পরিকাঠামো দেখে শোরগোল পড়ে গেছে নেটমাধ্যমে।


পিটিআই সংবাদসংস্থার মতে, সেই ল্যাবকর্মীর যথাযথ জ্ঞান ছিল না ইসিজি করার, তারপরেও তিনি এই কাজ করতে থাকেন আর তা নিয়ে রোগীর পরিবার যথেষ্ট আপত্তি জানিয়েছিল। কিন্তু কিছুতেই কথা শোনেননি সেই ব্যক্তি। পরিবারের লোকজন জানিয়েছিল যে যথাযথ প্রশিক্ষণ না নিয়ে এই কাজ করলে রোগীর মৃত্যুও হতে পারে। কিন্তু সেই ব্যক্তি জানান যে হাসপাতালে অন্য কোনো কর্মী ছিলেন না, তাই বাধ্য হয়ে তাকেই এই কাজ করতে হবে।



সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এই ঘটনা ঘটেছে যোধপুরের পাওতাতে রাজ্য সরকারি স্যাটেলাইট হাসপাতালে। তদন্ত শুরু হয়েছে এই হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে। ভিডিয়োতে দেখা যায় রোগীর বাড়ির লোকজন এই ঘটনায় প্রথমে আপত্তি জানিয়েছিলেন, ল্যাবকর্মীকে জানিয়েছিলেন যে তিনি যেহেতু এতে প্রশিক্ষিত নন, এই সেনসিটিভ স্ক্যান করার কারণে অনেক বড় ক্ষতি হতে পারে রোগীর। কিন্তু তা না শুনেই ইসিজি করতে থাকেন সেই ল্যাবকর্মী।


সেই ভিডিয়োতে দেখা যায় যে ল্যাব টেকনিশিয়ান দীপাবলির ছুটিতে বাড়ি গিয়েছেন। ফলে হাসপাতালে তেমন কেউ নেই। সমস্ত কিছু ঠিকভাবে ইনস্টল করা হয়েছিল, সমস্ত যন্ত্রপাতিও ভালমত কাজ করছিল। ভিডিয়োতে সেই ব্যক্তি নিজেই স্বীকার করেন যে এর আগে তিনি কখনও ইসিজি করেননি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার অভাব সত্ত্বেও পরিবারের লোকেদের বারণ অগ্রাহ্য করেই তিনি ইসিজি করতে শুরু করেন।


ইসিজি-র পুরো কথা হল ইলেক্ট্রোকার্ডিওগ্রাম যা এমন এক মেডিক্যাল পরীক্ষা যা মানুষের হৃদযন্ত্রের ওঠাপড়া পরিমাপ করে। হৃদরোগ নির্ণয় করার কাজে এটি ব্যবহৃত হয়। হৃদরোগ থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা জানা যায় এই ইসিজি পরীক্ষা থেকেই। এমনকী ইসিজি পরীক্ষা থেকে এও জানা যায় যে হৃদযন্ত্রে কোনো ব্লকেজ আছে কিনা। কোনোরকম হার্ট সার্জারি প্রয়োজন কিনা তাও জানা যায় এই পরীক্ষা থেকেই।


এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই সেই মেডিকেল কলেজের অধ্যক্ষ বিএস যোধা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন, তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।    


আরও পড়ুন: Inspirational Story: সোনার চেন ফেলে গিয়েছিলেন মহিলা যাত্রী, বাড়ি গিয়ে ফেরত দিলেন অটোচালক