Viral News: সময় যত এগোচ্ছে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ যেমন বাড়ছে, তার পাশাপাশি আবার মানবতার চরম দৃষ্টান্তও তুলে ধরছে মানুষ নিজেই। মায়া, মমতা, করুণার পৃথিবীর মানুষেরা বারবার নিজেদের প্রমাণ করে যান। অটোতে, গাড়িতে বা ক্যাবে ফেলে যাওয়া জিনিস (Viral News) অনেক সময় পাওয়া যায় না, আবার অনেক সময়েই সেই গাড়িচালক নিজেই তা ফেরত দেন যাত্রীদের। এমনই এক মানবিক নজির গড়লেন বেঙ্গালুরুর এক সামান্য অটো-রিকশা চালক। সামান্য কোনো জিনিস নয়, একটা আস্ত সোনার চেন ফেলে গিয়েছিলেন এক যাত্রী (Inspirational Story) আর তা ফেরত দিতেই সেই যাত্রীর পিছন পিছন তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হন সেই অটোচালক। আর এই ঘটনায় সমাজমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে, আজকের দিনেও এমন সততার উদাহরণ সত্যিই নজর কাড়ে।
সেই অটোর যাত্রী চিত্রা এই ঘটনা এবং সেই অটোচালকের সম্পর্কে নিজে সমাজমাধ্যমে জানাতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে এই খবর। বহু শেয়ার হয়েছে এই ভিডিয়োটি। ভাইরাল ভিডিয়োতে দক্ষিণী ভাষায় সেই যাত্রী চিত্রা ক্যামেরায় দেখান সেই অটোচালককে এবং ক্যামেরার পিছন থেকে সমগ্র ঘটনার বর্ণনা করে যান। তিনি বলতে থাকেন, 'এই হল গিরিশ, একজন অটোচালক যিনি আমাকে খুঁজে খুঁজে আমার বাড়িতে এসে হারিয়ে যাওয়া সোনার চেন ফেরত দিয়েছেন। আমি গতকাল মাইসোর থেকে বেঙ্গালুরুতে ফিরেছি, আর আসার পথেই আমার সোনার চেন হারিয়ে ফেলেছিলাম। আমি ভেবেও পাচ্ছিলাম না যে কোথায় হারাল আমার সোনার চেনটা। আর আমাকে অবাক করে দিয়ে এই অটোচালক গিরিশ আমার দরজায় টোকা দেন, আর আমাকে হাতে তুলে দেন সেই সোনার চেন যা আমি তাঁর অটোতেই ফেলে এসেছিলাম। তাঁর মত খুব কম অটোচালকই আছেন এই দুনিয়ায়।'
তিনি জানান যে তালিরু ফাউন্ডেশন নামে একটি সংগঠন চালান তিনি যেখানে মহিলাদের অটো চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। আর বহু নেটিজেনের কাছ থেকে মানবিকতার জন্য প্রশংসিত হয়েছেন গিরিশ। অনেকে আবার লেখেন যে মহিলাদের স্বনির্ভর করে তোলার যে মহান কাজ করছেন চিত্রা, তাঁর জন্যই গিরিশের মত ভাল মানুষের মাধ্যমে আজ এই উপকার পেলেন তিনি। অনেকেই বলেছেন যে আজকের দিনে কর্ণাটকে গিরিশের মত মানুষ খুব কমই আছেন। তাঁর সততা নিয়ে সকলেই সরব সমাজমাধ্যমে।
আরও পড়ুন: Viral Video: ঘর থেকে চুরি ২৫০ গ্রাম আলু, মেজাজ হারিয়ে পুলিশ ডাকলেন ইনি, তার পর...