নয়াদিল্লি: যাঁরা নিয়মিত টিভি দেখেন, তাঁদের সোনি ম্যাক্সের (Sony Max) প্রিয় সিনেমার নাম নিশ্চয়ই জানা। ঠিক ধরেছেন, 'সূর্যবংশম' (Sooryavansham)। বারবার সেই চ্যানেলে একই ছবি দেখতে দেখতে আপনিই একা বিরক্ত নন। এক ব্যক্তি ভাইরাল হয়ে গেলেন এই ছবির প্রতি বিরক্ত হয়েই। কী করলেন তিনি?
'সূর্যবংশম' দেখে বিরক্ত, ভাইরাল ব্যক্তি
সোনি ম্যাক্স চ্যানেলে প্রায়ই দেখা যায় অমিতাভ বচ্চন অভিনীত 'সূর্যবংশম'। বারবারই এই ছবি দেখতে দেখতে বিরক্ত অনেক দর্শকই। কিন্তু আমি আপনি যা করার কথা ভাবিওনি, তা করে দেখালেন এক ব্যক্তি, তাই তো তিনি ভাইরাল। শোনা যাচ্ছে তিনি নাকি, নালিশ জানিয়ে চ্যানেল কর্তৃপক্ষকে সরাসরি চিঠিই পাঠিয়ে বসলেন।
তিনি চিঠিতে আরও প্রশ্ন করেন, তাঁর স্বাস্থ্যের কী ঘটবে বা ছবিটি বারবার দেখার ফলে তাঁর আচরণের জন্য দায়বদ্ধ থাকবে কে? সোশ্যাল মিডিয়ায় এখন এই খবরই ভাইরাল। ওই চিঠির স্ক্রিনশটও ঘুরছে নেটমহলে।
হিন্দিতে ওই চিঠিতে লেখা আছে, 'নিবেদন, আপনাদের চ্যানেল তো সূর্যবংশম ফিচার ছবির টেলিকাস্টের ঠেকা পেয়েছে, আপনাদের দয়ায় আমরা ও আমাদের পরিবার হীরা ঠাকুর ও তাঁর পরিবারকে খুব ভাল করে চিনে গেছি। আমি আপনাদের চ্যানেলের কাছে এটা জানতে চাই যে এখনও পর্যন্ত এই ছবি কতবার সম্প্রচার করেছেন? ভবিষ্যতে আর কতবার এই ছবি টেলিকাস্ট করা হবে। যদি আমার মানসিক স্থিতিতে এর বিপরীত প্রভাব পড়ে তাহলে তার দায় কে নেবে? দয়া করে সূচনা দেওয়ার কষ্ট করবেন।' সোশ্যাল মিডিয়ায় এই চিঠির ছবি এখন ভাইরাল।
আরও পড়ুন: Hansika Motwani: হংসিকা-সোহেলের বিয়ে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে, প্রকাশ্যে প্রোমো
প্রসঙ্গত, ১৯৯৯ সালে মুক্তি পায় 'সূর্যবংশম'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রচনা বন্দ্যোপাধ্যায়, সৌন্দর্য্য, অনুপম খের প্রমুখ।