নয়া দিল্লি: প্রতিদিনের মতোই ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। একরাশ ক্লান্তি নিয়ে বাড়ি ফেরার সময় মনে হল লটারি কেনার। সারাদিনের কাজকর্মের পর যা পান তাতে সংসার চলে না। ভেবেছিলেন যদি ভাগ্য করে একটা লটারি জুটে যায়। এই প্রথম নয়, মাঝে মধ্যেই লটারি কাটেন। তবে ভাগ্যে সিকিও জোটেনি এতদিন। তবে ঈশ্বর যে অন্য কিছু লিখেছেন তা অবশ্য ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি বছর কুড়ির জেমস ক্লার্কসন। 


ক্রিসমাসের সময় কেনা একটি লটারির টিকিট থেকেই এবার ৮০ কোটি জিতলেন এই যুবক। দ্য মেট্রো সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ন্যাশনাল লটারি সংস্থার লটারির টিকিট থেকেই এই টাকা জিতলেন ওই যুবক। তবে টাকা পেয়ে ফের সেই টাকা দিয়ে আরও বেশ কিছু লটারির টিকিট কিনেছেন তিনি। 


শুধু তাই নয়, এত কোটি জিতেও নিরুত্তাপ জেমস। দৈনিক কাজ অবশ্য ছাড়েননি। আগের দিন ৮০ কোটি জিতে পরের দিনই ড্রেন পরিষ্কারের কাজে যান তিনি। জেমসের অপ্রত্যাশিত সাফল্য কেবল তার আর্থিক ভবিষ্যতই পরিবর্তন করেনি, আগামী দিনের ভবিষ্যতকেও মজবুত করেছে। যদিও তিনি তার জীবন অর্থের আনুকূল্যে ভাসিয়ে দিতে চাননি বলেই দ্য মেট্রো সংবাদসংস্থাকে জানিয়েছেন তিনি। রাতারাতি কোটিপতি হয়েও কাজ চালিয়ে যাওয়ার অভিপ্রায় প্রকাশ করেছেন জেমস। 


আরও পড়ুন, মহাকুম্ভে নজর কাড়লেন মোনালিসা! চোখ ফেরাতে পারছেন না পুরুষরা! কে এই মহিলা?


সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, "আমি আমার বান্ধবীর বাড়িতে ছিলাম এবং তুষারপাত দেখার জন্য তাড়াতাড়ি উঠেছিলাম যখন আমি একটি মেসেজ দেখেছিলাম যে আমি ন্যাশনাল লটারি অ্যাপে জিতেছি। আমি এটা বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম আমি স্বপ্ন দেখছি। তখন সকাল ৭:৩০ টা, তাই সবাই ঘুমিয়ে ছিল। আমি এতটা নিশ্চিত ছিলাম না, তাই আমি আমার বাবাকে ডাকলাম কারণ আমি জানতাম যে তিনি জেগে থাকবেন। তিনি শান্তভাবে আমাকে বাড়িতে আসতে বলেছিল।" 


জেমসের কথায়, 'এরপর পর পর ফোন আসতে থাকে। মা, ভাই সবার। শেষ পর্যন্ত নিশ্চিত হই যে আমিই জিতেছি। এরপর বিকেলে ঠাকুরমা এবং দাদুর সঙ্গে ডিনার এবং শ্যাম্পেন দিয়ে উদযাপন করেছি।' তবে এখনও তিনি কাজ করে যাবেন বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন জেমস।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে