Marriage Match Making: ছেলে বা মেয়ের বিয়ের কথা এলেই বাবা-মায়েরা সবথেকে ভাল পাত্র বা পাত্রীর খোঁজ করেন। এখনকার দিনে বিয়ের জন্য সম্বন্ধ খোঁজা খুব একটা জটিল ব্যাপার নেই আর। সামাজিক নেটওয়ার্ক থেকে অনেকেই সম্বন্ধের খোঁজ করেন, তাছাড়া আছে ম্যাচমেকিং ওয়েবসাইট কিংবা অ্যাপ। বিভিন্ন প্রোফাইল খুঁজে তবেই বিয়ের জন্য উপযুক্ত পাত্র বা পাত্রী পাওয়া যায়। আর বাবা হিসেবে মেয়ের জন্য অনেক বেশি দায়িত্ব পালন করতে হয়। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল (Viral News) হয়ে গিয়েছে এমনই এক ম্যাচমেকিংয়ের তথ্য। এক বাবা তাঁর মেয়ের জন্য ধনী ঘরের ছেলে চান বিয়ে দেবেন (Marriage Match Making) বলে আর তাই ঘটকালির ক্ষেত্রে ৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছেন তিনি। জনৈক নেটিজেনের একটি পোস্টকে ঘিরেই উত্তাল নেটপাড়া।


কী লেখা ছিল সেই পোস্টে ?


জানা গিয়েছে, একটি ম্যাচমেকিং সংস্থাকে এই ৩ লক্ষ টাকা দিয়েছিলেন মেয়ের বাবা শুধুমাত্র এমন ঘরের ছেলে খোঁজার জন্য যার বার্ষিক টার্নওভার ২০০ কোটি টাকা। এক্স হ্যান্ডলে জনৈক এক নেটিজেন একটি পোস্টে লিখেছিলেন, 'আমার এক বন্ধুর বাবা শুধুমাত্র ২০০ কোটির বার্ষিক টার্নওভার আছে, এমন পরিবারের ছেলের সঙ্গে মেয়ের সম্বন্ধ করবেন বলে ৩ লক্ষ টাকা ফি দিয়েছেন।' আর এই পোস্ট দেওয়া মাত্রই বিপুল ভাইরাল হয়ে যায়, মুহূর্তের মধ্যে ২.৪ লক্ষ মানুষ দেখে ফেলেন সেই পোস্ট। কমেন্ট আসতে থাকে পরপর।


নেটিজেনদের অদ্ভুত কমেন্ট


নেটিজেনরা এই পোস্টের নিচে নানারকম কমেন্ট করতে থাকেন। একজন লিখেছেন, 'দারুণ ব্যাপার, ভাল মানের লিড পাওয়ার জন্য তিনি মোটা টাকা প্রিমিয়াম দিয়েছেন।' আরেকজন নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে লিখেছেন যে, এমন অভিজ্ঞতা তারও হয়েছে। তাঁর পরিবারেরই একজন ২.৫ লক্ষ টাকা খরচ করেছেন ভাল উপযুক্ত পাত্রের জন্য। মেয়েটির নিজের উপযুক্ত পাত্র খুঁজতে তাঁর ৬ মাস সময় লেগেছে আর এখন ৬ বছর ধরে সেই দুইজন সুখে সংসার করছেন এবং তাঁদের সন্তানও রয়েছে। অন্য একজন নেটিজেন এই পোস্টের নিচে কমেন্ট করে জানান যে, এটা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে ম্যাচমেকাররা (Marriage Match Making) পুরো বিয়ের খরচের ১-২ শতাংশ চার্জ নিয়ে থাকেন। প্রথমে যে চার্জ দেওয়া হয়, পরে তা অ্যাডজাস্ট করে নেওয়া হয়। ১ কোটি টাকা বিয়েতে খরচ হলে, ম্যাচমেকাররা পাবেন ১-২ লাখ টাকা। এদের মধ্যে জনৈক নেটিজেন অদ্ভুত কমেন্ট করেছেন। তিনি লেখেন, 'অভিজাত ঘরের মেয়েরা অভিজাত ঘরের ছেলেদের বিয়ে করবে সেটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে দেখতে হবে মেয়ের বাবার মোট সম্পদের পরিমাণ কত এবং মেয়েটি শিক্ষা, বুদ্ধি, চাকরি বা ব্যবসা প্রতিষ্ঠার দিক দিয়ে কত যোগ্য, সে বাবার সম্পদের কতটুকুর উত্তরাধিকারী হবে।'


আরও পড়ুন: Viral Video : মায়ের কোল ফসকে সান-শেডে ৮ মাসের শিশু ! চরম পরিণতি থেকে কী ভাবে বাঁচল একরত্তি? দেখুন ভিডিও