Men Marries Mother-in-Law: তোড়জোড় করে গ্রামের সমস্ত লোকের সামনে শাশুড়ির সিঁথিতে সিঁদূর দিলেন জামাই। আবার সেই বিয়েতে (Men Marries Mother in Law) নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীদান করলেন শ্বশুরমশাই। অদ্ভুত (Viral News) এই বিয়ের খবরে চাঞ্চল্য বিহার জুড়ে এবং সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তাল নেটপাড়া। বিহারের বাঁকা জেলায় ঘটেছে এমন ঘটনা।
ঘটনা কী
স্ত্রীর মৃত্যুর পর মনে মনে ভেঙে পড়েছিলেন বিহারের সেই যুবক। সেই সময় তাঁকে মানসিকভাবে সহায়তা দিয়েছিলেন তাঁর শাশুড়ি। আর তারপরেই শাশুড়ির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন যুবক। শ্বশুরবাড়ির লোকজনের এই সম্পর্কের ব্যাপারে সন্দেহ হলে শনিবার গ্রামবাসীদের সামনেই দাঁড়িয়ে থেকে জামাইয়ের সঙ্গে নিজের স্ত্রীকে বিয়ে দেন শ্বশুরমশাই। এমনকী আইনিভাবেও বিয়ে (Men Marries Mother in Law) সারা হয়ে যায় সকলের সামনেই। এই বিয়েকে ঘিরে তোলপাড় বিহারের বাঁকা জেলার ধবনি গ্রাম।
দ্বিতীয় বিয়ে করেছিলেন সিকন্দর
সংবাদসূত্রে জানা যাচ্ছে, বিহারের কাটোরিয়া ব্লকের ধবনি গ্রামের বাসিন্দা সিকন্দর যাদব (৪০) বাঁকা থানার ছত্রপাল পঞ্চায়েতের বাসিন্দা দিলেশ্বর দর্ভে (৫৫) ও গীতা দেবী (৪৫)-র কন্যাকে বিয়ে করেছিলেন। ৩০ বছর আগে এই বিয়ে করেছিলেন হীরমোতি গ্রামের সিকন্দর। সিকন্দর ও তাঁর স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে আছেন। কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। দ্বিতীয়বারের জন্য ফের বিয়ে করলেন সিকন্দর। কিন্তু সেই বিয়েও ভেঙে যায়। তারপর ধীরে ধীরে তাঁর শাশুড়ি মা গীতা দেবীর সঙ্গেই একটা সম্পর্ক গড়ে ওঠে সিকন্দরের।
গ্রামবাসীদের সামনেই জামাইয়ের বিয়ে দেন শ্বশুর
শুক্রবার যখন শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছান জামাই সিকন্দর, তাঁর শ্বশুরমশাই কিছু একটা সন্দেহ করেন। শনিবার এই ঘটনার কথা সকল গ্রামবাসীকে জানান তিনি। আর এই খবর শুনতেই অগণিত গ্রামবাসী এসে হাজির হন তাঁদের বাড়িতে এবং জামাই ও শ্বাশুড়ির এই সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। আর এই ঘটনায় সকলের সামনেই শাশুড়ি এবং জামাই দুজনেই দুজনের প্রতি ভালবাসার কথা ব্যক্ত করেন। এই ঘটনার পরে গীতা দেবীর স্বামী তথা সিকন্দরের শ্বশুর তাঁদের দুজনের বিয়ে দেন সর্বসমক্ষে এবং পরে বাঁকা আদালতে নিয়ে গিয়ে আইনিভাবে তাঁদের বিবাহ রেজিস্ট্রি করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral News: মেয়ের জন্য ধনী ঘরের ছেলে চাই, ঘটকালির জন্য ৩ লাখ খরচ করে 'ভাইরাল' বাবা