নয়াদিল্লি: সম্পর্কে দুই ভাই। যমজ। কাজের সূত্রে দুই আলাদা জায়গায় থাকতেন তাঁরা। কিন্তু কী অদ্ভুত যোগ। কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হল দুজনেরই। শুধু তাই নয়, দুই ভাইয়ের ক্ষেত্রেই মৃত্যুর কারণও প্রায় একই।


'টাইমস অফ ইন্ডিয়ার' -একটি প্রতিবেদন অনুযায়ী, এক ভাই সুরাতে (Surat) ছাদ থেকে পড়ে মারা যান। অন্যদিকে আর এক ভাই বাড়িতে জলের ট্যাঙ্কে পড়ে মারা গিয়েছেন।


কী ঘটনা:
দুই ভাইয়ের নাম সুমের সিং এবং সোহন সিং। রাজস্থানের (Rajasthan) প্রত্যন্ত এলাকার গ্রাম 'স্বর্ণ কা তালা' (Saarno Ka Tala)-এর বাসিন্দা ওই পরিবার। দুই ভাইকেই গ্রামে একই চিতায় দাহ করা হয়েছে বলে দাবি ওই রিপোর্টে। পরিবার জানিয়েছে, সুমের কাজের জন্য গুজরাতের সুরাতে ছিলেন। সেখানে বুধবার রাতে ফোনে কথা বলার সময়, পড়ে যান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি। যমজ ভাইয়ের মৃত্যুর খবর শুনেই বাড়ি ফিরেছিলেন সোহন। তিনি জয়পুরে (Jaipur) প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। বৃহস্পতিবার বাড়ি ফেরার কিছু পরেই জলের ট্যাঙ্কে পড়ে মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, বাড়ি থেকে কিছুটা দূরে ওই জলের ট্যাঙ্ক থেকে জল আনতে গিয়েছিলেন সোহন। কিন্তু তারপরে আর ফিরে আসেননি তিনি। পরে পরিবারেরই এক সদস্য তাঁকে সেখানে পড়ে থাকতে দেখেন।            


কী বলছে পুলিশ?
রিপোর্ট অনুসারে স্থানীয় পুলিশ-প্রশাসন জানাচ্ছে, দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে আত্মহত্যার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 


যমজ ভাই। কাজের সূত্রে একে অপরের থেকে থাকতে বহুদূরে। কিন্তু আচমকা মৃত্য়ু যেন মিলিয়ে দিল তাঁদের। এমন মর্মান্তিক ঘটনায় তীব্র শোকের ছায়া পরিবারে। শোকের ছায়া গ্রামেও।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা (Local People) জানাচ্ছেন দুই ভাইয়ের মধ্যে অত্য়ন্ত গভীর সম্পর্ক ছিল। এক ভাইয়ের পড়াশোনার জন্যই নাকি কাজে গিয়েছিলেন অন্য ভাই। গ্রামবাসীদের দাবি, সুমের নাকি পড়াশোনার জন্য সোহনকে বরাবর উৎসাহ দিতেন। সোহনের শিক্ষক হওয়ার ইচ্ছে ছিল। সেই কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ভাইকে সাহায্য করার জন্যই নাকি সুমের সুরাতে কাজে গিয়েছিলেন। দুই ভাইয়ের পরপর এমন মৃত্যুর ঘটনায় কার্যত ধাক্কা খেয়েছে গ্রামবাসীদের সকলেই। পরিবারের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। 

আরও পড়ুন: দু'দিনে দু'বার তুষারধস সোনমার্গে, বরফের মোটা চাদর এলাকাজুড়ে