বেঙ্গালুরু: কফি হাউসের টেবিল কিংবা কেবিনের টেবিলে চাপড়ে আলোচনা-তর্ক-হাসাহাসির তুফান ওঠে। চা কাপ হাতে নিয়ে রাজনীতি নিয়ে সমালোচনা একপ্রকার রীতি। তবে এবার থেকে আর রেস্তোরাঁয় এসব করা যাবে না। সাফ জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে এই নয়া নিয়ম না মানলে আর এই রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।
একটি রেস্তোরাঁ তাদের দোকানের ভেতরে একটি বোর্ডে নির্দেশনামার মতো লেখা রয়েছে- খাবারের সময় রিয়েল এস্টেট বা রাজনীতি নিয়ে আলোচনা না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে ওই রেস্তোরাঁর বোর্ডে লেখা রয়েছে, যারা এখানে ডাইন-ইন করতে আসবেন, তাঁরা দয়া করে রিয়েল এস্টেট/রাজনৈতিক আলোচনা করবেন না। একটু বুঝুন আর সহযোগিতা করুন। সেই পোস্টই এখন জনপ্রিয় সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন, ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল এলাকা! রিল বানানোর নেশায় উড়ল গোটা বাড়ি, চতুর্দিকে গ্যাসের গন্ধ
সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে অনেকেই বলেছেন, বেঙ্গালুরুর রেস্তোরাঁগুলিতে এই ধরনের সাইনবোর্ডগুলি বেশ সাধারণ। বিশেষ করে এমন জায়গাগুলিতে যেখানে বেশ কিছু মানুষ খুব কম অর্ডার করে, তবে গল্প করতে করতে দীর্ঘ সময় ধরে টেবিলে বসে থাকে। এর ফলে বাকিরা আর ওই রেস্তোরাঁয় বসার সুযোগ পেয়ে ওঠে না।
এই ভাইরাল ছবির নিচে নেটিজেনরা তাদের মন্তব্য শেয়ার করেছেন। এক নেটিজেন স্বাগত জানিয়েছেন এই রেস্তোরাঁর এই সিদ্ধান্তকে। তিনি বলেন, 'অনেক সময়ই দেখা যায় এক কাপ চা বা কফি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছে কেউ কেউ। ভদ্রতার কোনও সাধারণ জ্ঞান নেই। কেউ কেউ জোরে জোরে বাজে কথাও বলতে থাকে। এই ধরনের মানুষের জন্য এরকমই নিয়মই দরকার।'
যদিও অনেকে আবার এই নিয়মের বিরুদ্ধেও সুর চড়িয়েছে। 'গণতান্ত্রিক অধিকার আছে', এমন মন্তব্যও কমেন্টে বলেছে কেউ কেউ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে