কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরাগভাজন হয়েছিলেন দেশের প্রশাসনের। সেই কারণেই হয়েছিল মামলা। আর বিচারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার 'অপরাধে' এক শিক্ষককে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল সৌদি আরবে। 


সোশ্যাল মিডিয়া পোস্টে সমালোচনা করা হয়েছিল, তার জন্য়ই এবার জেলযাত্রা হচ্ছে সেদেশের ওই শিক্ষকের। এমনটাই জানিয়েছেন ওই শিক্ষকের ভাই এবং হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch) নামের একটি মানবাধিকার সংস্থা। 


২০২২ সালের নভেম্বরে গ্রেফতার হয়েছিলেন আসাদ আল-ঘামদি (Asaad al-Ghamdi) নামে ওই শিক্ষক, তাঁর বয়স বছর ৪৭।  হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch)-এর দাবি সৌদির জেড্ডা (Jeddah)-তে রাতে বাড়িতে হানা দিয়ে তাঁকে ধরা হয়েছিল। এনডিটিভির একটি প্রতিবেদন সূত্রের খবর, ২৯ মে তাঁকে সৌদি আরবের স্পেশালাইজড ক্রিমিনাল কোর্ট দোষী সাব্যস্ত করে। এই আদালত তৈরি হয়েছিল ২০০৮ সালে। মূলত সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত মামলার ক্ষেত্রেই এই আদালত বিচার করে বলে জানিয়েছে মার্কিন মুলুকে ওই মানবাধিকার সংস্থা। ওই সংস্থার সূত্রে জানানো হয়েছে, ওই শিক্ষক শান্তিপূর্ণ ভাবে সোশ্যাল মিডিয়া নিজের মতপ্রকাশ করছিলেন, তার জন্যই ২০ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। এই ঘটনা ওই দেশে মতপ্রকাশের স্বাধীনতার উপর যে কোপ দেওয়া হচ্ছে, তার প্রমাণ। এমনটাই জানিয়েছে ওই মানবাধিকার সংস্থা। 


আদালতের নথির উপর ভিত্তি করে HRW-জানিয়েছে, ওই শিক্ষককে ধর্ম এবং দেশের রাজা ও যুবরাজের বিচারকে প্রশ্ন করার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর পাশাপাশি, মিথ্যে খবর ছড়ানোর অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে।


আবদাল্লাহ-আল হামিদ সৌদির অন্যতম মানবাধিকার কর্মী ছিলেন, তাঁকেও প্রায় একই ধরনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। জেলে বন্দি অবস্থাতেই মারা গিয়েছিলেন তিনি। তাঁর সংক্রান্ত পোস্ট করেছিলেন ওই শিক্ষক। পাশাপাশি এই শিক্ষকের এক ভাই মহম্মদের বিরুদ্ধে একই অভিযোগ ছিল, মহম্মদকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। ওই শিক্ষকেরই এক ভাই সৈয়দ সৌদি সরকারের অন্যতম সমালোচক। তিনি বর্তমানে UK-তে রয়েছে।


গত কয়েকবছর ধরেই একাধিক ব্যক্তিকে সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে জেলবন্দি করার ঘটনা ঘটেছে সৌদি আরবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বাবা-মা দিনমজুর, নিজেও তাই! তার ফাঁকেই চলেছে পড়াশোনা, JEE-কে চমকে দিলেন রোহিনী