কলকাতা: ভারতীয় বিয়েতে নিমন্ত্রণ পত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু বছর ধরেই এই প্রথায় নানা ভাবনাও যোগ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নানা ধরনের অভিনব ভাবনা দেখা দিচ্ছে। অভূতপূর্ব কিছু ভাবনায় সেজে উঠছে বিয়ের কার্ডও। তবে এর মধ্যে এবার যে কার্ডটি দেখা গিয়েছে, তা নিয়েই এখন মেতে রয়েছে সোশাল মিডিয়া। 


শনিবার, আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা একটি অপ্রচলিত বিবাহের কার্ডের একটি ছবি শেয়ার করেছেন যা প্রথম নজরে ওষুধের ট্যাবলেটের একটি স্ট্রিপের পিছনের কভারের মতো দেখাচ্ছে৷ বিয়ের আমন্ত্রণের ছবি শেয়ার করে গোয়েঙ্কা লিখেছেন, “একজন ফার্মাসিস্টের বিয়ের আমন্ত্রণ! মানুষ আজকাল এত উদ্ভাবনী হয়ে উঠেছে. যে ভাবাই যায় না.."






এছাড়াও নেটিজেনদেরও এই দেখে চোখ কপালে উঠেছে। একজন টুইটার ইউজার লিখেছেন, এটি রীতিমত বিভ্রান্তিকর সৃজনশীলতা। অনেকে আবার লিখেছেন এই কার্ডে ওষুধের নাম দিলে বিয়েতে স্পনসরও পেয়ে যেতে পারতেন পাত্র-পাত্রী। 



















এটিই প্রথম নয় যে বিয়ের কোনও আমন্ত্রণপত্র ডিজাইনের জন্য ভাইরাল হয়েছে। এই বছরের জানুয়ারিতে, হরিয়ানার বুশান গ্রামের বাসিন্দা প্রদীপ কালিরামনার বিয়ের কার্ড ভাইরাল হয়ে যায়, যখন তিনি এবং তার স্ত্রী তাদের বিয়ের আমন্ত্রণগুলি কৃষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা দেখানোর জন্য ব্যবহার করেছিলেন । 



এর আগে ২০২১ সালে, গুয়াহাটি -ভিত্তিক আইনজীবী অজয় সরমার একটি বিয়ের আমন্ত্রণ খবর তৈরি করেছিল। সরমার আমন্ত্রণ একটি আইনি দলিল নকল করে করা হয়েছিল। কার্ডটিতে বর এবং বরের নাম লেখা ছিল ন্যায়বিচারের দাঁড়িপাল্লার দুই পাশে। তাদের "জীবনের আদালতে" যাতে সমতা থেকে, সেই বিষয়টি নিয়ে বার্তা দেওয়ার জন্য।