কলকাতা: এই ট্রেন একাধিকবার শিরোনামে আসার পর এবার শিরোনামে এলো সিগারেটে সুখটান দেওয়াকে কেন্দ্র করে। বন্দে ভারতের (Vande Bharat Express) বাথরুমে ঢুকে এক ব্যক্তি সিগারেটে সুখটান দিচ্ছিলেন, আর সেই অবস্থায় যা যা ঘটলো তা ওই ব্যক্তির আজীবন কাল মনে থাকবে।


ভারতের রেল ট্র্যাকে এখনো পর্যন্ত যে সকল ট্রেন যাতায়াত করছে তার মধ্যে সবচেয়ে এক্সিকিউটিভ ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের টিকিটের ভাড়া যেমন সাধারণ ট্রেনের টিকিটের তুলনায় কয়েক গুণ বেশি, ঠিক সেই রকমই এই ট্রেনটিতে এমন সব বন্দোবস্ত করা হয়েছে যা যাত্রীদের সব ধরনের সুরক্ষা দিতে সক্ষম। তবে এবার এই ট্রেন নতুন করে শিরোনামে এল বৃহস্পতিবার।


এবার এমন ঘটনাটি ঘটেছে তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদগামী বন্দে ভারত এক্সপ্রেসে। ওই ট্রেনটির বাথরুমে ঢুকে এক ব্যক্তি যখন সিগারেটে সুখ টান দিচ্ছিলেন সেই সময় হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই ট্রেনের মধ্যে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি ছুটে আসেন রেল কর্মীরা। ট্রেনে থাকা যাত্রী এবং রেল কর্মীদের অধিকাংশই ভেবেছিলেন ট্রেনে আগুন লেগেছে।


এই আতঙ্কের মধ্যেই রেলকর্মীরা খোঁজাখুঁজি শুরু করলে দেখতে পান একটি বাথরুম থেকে ধোঁয়া বের হচ্ছে। সেই সময় তাদের আর বুঝতে বাকি থাকে না ঠিক কি ঘটেছে। এই পরিস্থিতিতে দরজায় ধাক্কা দেন রেল কর্মীরা এবং ওই ব্যক্তি বাথরুমের দরজা খুলতেই তাকে হাতেনাতে ধরে ফেলেন। ট্রেনটির সি ১৩ নম্বর কামরায় এমন ঘটনা ঘটে।                                                       


আরও পড়ুন, খাবার খেয়ে কেঁদে ফেলেন এই রোগীরা! কেন এমনটা হয়?


এমন ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য তিরুপতি সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস থমকে যায়। তবে এরপরেও আরও বড় ঘটনা চোখে পড়ে। যে ব্যক্তি এমন কাণ্ড ঘটান ওই ব্যক্তির কাছে আবার ট্রেনে চলার জন্য কোনরকম বৈধ টিকিটই ছিল না। টিকিট ছাড়া বন্দে ভারতে চড়ে ধূমপান করে নিজেকেই বন্দি বানিয়ে ফেলেন ওই ব্যক্তি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে নেল্লোর স্টেশনে নামানো হয় এবং তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে।