কলকাতা: ৯ দিনের অসুস্থতার ছুটি নেওয়ার জন্য সিঙ্গাপুরের এক সফটওয়্যার ডেভেলপার অফিসে জমা দিয়েছেন ভুয়ো মেডিকেল সার্টিফিকেট। আর তা ধরা পড়ায় ৩.২ লক্ষ টাকা জরিমানা হয়েছে তাঁর। ৩৭ বছর বয়সী এই মহিলা ইটিসি সিঙ্গাপুর এসইসি লিমিটেড সংস্থায় কাজ করতেন, তাঁর নাম সু কিন। তাঁর পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি (Viral News) ঘটায়, তাঁর মায়ের চরম অসুস্থতার কারণে অসুস্থতার ছুটির আবেদন করেছিলেন অফিসে। তবে এই ভুয়ো মেডিকেল সার্টিফকেট (Forged Medical Certificate) জমা দেওয়ার মাধ্যমে অফিসে যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে তা সম্পর্কে খানিক আশঙ্কিত ছিলেন চিনের নাগরিক সু কিন।


সংবাদসূত্রে জানা গিয়েছে, সু কিন চেয়েছিলেন অফিসে যাতে তার কাজের কোনও খারাপ প্রভাব না পড়ে। তাঁর সম্পর্কে খারাপ মনোভাব যাতে তৈরি না হয়, সেই চেষ্টাও করেছিলেন তিনি। আর এই কারণে এমন একটি অজুহাত প্রয়োগ করেন তিনি, পুরনো একটি মেডিকেল সার্টিফিকেট অ্যাডোব ফটোশপে জাল করে নতুন সার্টিফিকেট হিসেবে জমা করেছিলেন অফিসে। এমনভাবে এই সার্টিফিকেট প্রস্তুত করেন তিনি যাতে মনে হয় সেন্ট লিউকস হাসপাতাল থেকে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে তাঁকে, সেখানে ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল ২০২৪ পর্যন্ত পছন্দমত তারিখ উল্লেখ করা হয়েছিল। সার্টিফিকেট যেন ৩১ মার্চ নিবন্ধন করা হয়েছে, তা দেখানো হয়েছিল।


শুধু তাই নয়, সার্টিফিকেটের কিউআর কোডও জাল করেছিলেন সেই মহিলা, ভেবেছিলেন সহজে এই জাল ধরতে পারবে না কেউ। এই জাল সার্টিফিকেট জমা করে অফিস থেকে তিনি ৩৫৪১.১৫ ডলার নগদ পান। আর তারপর ৪ এপ্রিল চাকরি থেকে পদত্যাগ করেন সেই মহিলা। পরে সংস্থার এইচ আর নিরীক্ষণের সময় লক্ষ্য করেন যে কিউআর কোড ব্লার এবং তাতে একটা অবৈধ লিঙ্ক যুক্ত করা আছে।  


এরপরে আসল মেডিকেল সার্টিফিকেট চাওয়া এবারেও জাল সার্টিফিকেট বানিয়ে জমা দেন সু কিন। জানা গিয়েছে সেই মহিলা তাঁর মায়ের ডেথ সার্টিফিকেটও নকল বানিয়েছিলেন যাতে তিনি চিনে মায়ের কাছেই থাকতে পারেন। আর এই জালিয়াতি ধরা পড়ার পর সু কিনকে ৩.২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Viral News: বিবাহবিচ্ছেদের শুনানি চলাকালীন আচমকা স্ত্রীকে পিঠে তুলে দৌড় স্বামীর, তার পর...