নয়া দিল্লি: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম (Optical illusion) হল আদতে আলোর খেলা। এই আলোর খেলা আমাদের মস্তিষ্কের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি এমনই এক অপটিক্যাল ইলিউশন নেট পাড়ায় ঝড় তুলেছে। ছবিতে দৃষ্টিভ্রমকারী আলোর খেলা না থাকলেও, ভিড়ের মাঝে আলাদা করে একটি বিড়ালকে খুঁজতে হবে। সেটি খুব বেশি কঠিন না হলেও, ছবিতে এক নাগাড়ে তাকিয়ে থাকলে সহজেই ধাঁধাঁ লেগে যাওয়ায় অনেতেই বিড়ালটিকে খুঁজেই পাননি।
আসলে ছবির ধাঁধা নিয়ে সময় কাটাতে অনেকেই ভালোবাসেন। নতুন নতুন এমন ছবির ধাঁধা বা অপটিক্যাল ইলিউশনের খোঁজ চালাতেও দেখা যায় উৎসাহী ব্যক্তিদের। একটি ধাঁধা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় যে কীভাবে বেরিয়ে যায় তা অনেকেই বুঝে উঠতে পারেন না। মস্তিষ্ক ও দৃষ্টির সর্বোত্তম ব্যবহার করেও অনেক সময় সেই ধাঁধার উত্তর পাওয়া সম্ভব হয় না। আবার অনেকেই সহজেই খুঁজে নেন সেই উত্তর। সুডোকু বা শব্দছক করার নেশার মতই এখন মানুষ এই অপটিক্যাল ইলিউশনের দিকে ঝুঁকছেন।
নেটমহলে ভাইরাল হওয়া এই ছবি দিয়ে অনেকেই চ্যালেঞ্জ ছুড়েছেন। আর ছবিটি থেকে বিড়ালটিকে খুঁজে পাওয়া খুব সহজ নয়, ফলে অনেকেই ব্যর্থ হয়েছেন বাঘের মাসিকে খুঁজতে। সম্প্রতি ভাইরাল হওয়া এমনই এক অপটিক্যাল ইলিউশন দেখে চোখে ধাঁধা দেখেছেন। ক্যামোফ্লেজ হয়ে যাওয়া এই ছবিতে সহজেই বিড়ালটিকে খুঁজে বের করা একটু কঠিন।
আরো পড়ুন, ছবিতে কতগুলি সংখ্যা রয়েছে? এক ঝলকে দেখে উত্তর পেলেন?
একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, '২০ মিনিট ছবি দেখার পর আমি ছবিটি দেখা বন্ধ করে দিয়েছি। একবার আপনি এটি খুঁজে বের করার পরে, আপনি আশ্চর্য হবেন কেন এত সময় লাগল।'
ধৈর্য্য ধরে, মাথা ঠান্ডা রেখে খুঁজলে বিশ্রামরত বিড়ালকে অবশ্যই ধরতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। অপটিকাল ইলিউশন মানেই চোখ-মাথায় ঘোর লেগে যাওয়া। এতটাই দৃষ্টিভ্রম হয় যে আপনি ছবি ও ছবির অর্থের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবে না।