নয়াদিল্লি: খাবারের স্বাদ না জেনে, নাম শুনেই ভিতরে ঢুকে যান অনেকে। ভারতেও কম জনপ্রিয় নয় আমেরিকার স্টারবাকস, তা অনুধাবন করেই নিজেদের কফি এবং খাবার-দাবারের রেসিপি গোপন রাখে তারা। কিন্তু স্টারবাকসের সেই গোপন রেসিপিই এবার ফাঁস হয়ে গেল বলে দাবি সামনে এল (Viral Pics)। সংস্থার এক প্রাক্তন কর্মীই সোশ্যাল মিডিয়ায় রেসিপিগুলি ফাঁস করে দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠল। 


স্টারবাকসের কফির খ্যাতি মুখে মুখে ফেরে। বিশেষ করে জাভা চিপ ফ্র্যাপের কথা শুনলেই মুখে জল চলে আসে অনেকের। এর পাশাপাশি আরও অনেক খাবার এবং পানীয় বিক্রি করে স্টারবাকস, যার উপর একক ভাবে তাদেরই মালিকানা রয়েছে, তার মধ্যে রয়েছে আইসড কফি, কোল্ড ব্রুজ। অন্য কেউ চেষ্টা করেও তাদের মতো খাবার তৈরি করতে পারে না। (Starbucks Recipe)


সেই কারণেই নিজেদের খাবার এবং পানীয়ের রেসিপি গোপন রাখে স্টারবাকস। কিন্তু সেই গোপন রেসিপিই এবার ফাঁস করে দিলেন সংস্থার এক কর্মী, এমনই দাবি সামনে এল। মুহূর্তের মধ্যে সেই রেসিপি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। স্টারবাকসের কফি এবং খাবার এখন বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে বলে তাতে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। কিন্তু একই সঙ্গে প্রাক্তন ওই কর্মী আইনি ঝামেলায় জড়াতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন অনেকে। 



আরও পড়ুন: Operation Ajay: 'অপারেশন অজয়'-এ ইজরায়েল থেকে ফিরলেন আরও ২৭৪ জন ভারতীয়


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। তাতে জনৈক ব্যক্তি লেখেন, 'স্টারবাকস থেকে চাকরি খুইয়েছেন এক ব্যক্তি। তার পর সোশ্যালস মিডিয়ায় স্টারবাকসের সব রেসিপি ফাঁস করে দিয়েছেন তিনি।' এর পর ঝাঁকে ঝাঁকে আরও পোস্ট সামেন আসতে থাকে, তাতে স্টারবাকসের লোগো বসানো কাগজে একের পর এক রেসিপি ছবি-সহ লিপিবদ্ধ থাকতে দেখা গিয়েছে, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


এভাবে রেসিপি ভাইরাল হওয়া নিয়ে স্টারবাকসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। তবে নিজেদের রেসিপি, ফর্মুলা এবং কফির মিশ্রণকে সযত্নে লুকিয়েই রাখে তারা। এমনকি চাকরিতে নিয়োগের সময় গোপনীয়তা রক্ষার চুক্তিতে কর্মীদের সই করিয়ে নেওয়া হয় বলেও শোনা যায়। তাই যিনি ওই রেসিপি ফাঁস করেছেন, তাঁকে আইনি ঝুট-ঝামেলা পোহাতে হতে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে। যাঁরা পোস্টটি ছড়িয়ে দিচ্ছেন, তাঁদেরও ঝুঁকি রয়েছে বলে মনে করছেন অনেকে। 


তবে এই প্রথম নয়, এর আগেও সংস্থা থেকে কাজ হারানোর পর স্টারবাকসের রেসিপি ফাঁস করে দেওয়ার ঘটনা সামনে এসেছে। একসময় টিকটকে পর পর এমন অনেক রেসিপি ভাইরাল হয়ে গিয়েছিল।