নয়া দিল্লি: অঙ্ক ভয় লাগে না, এমন খুব কমই আছে। তবে এটাও ঠিক ভালবেসে অঙ্ক করে যান অনেকেই। তবে প্রথম উদাহরণটিই বেশি দেখা যায় সমাজে। তবে একেবারে শূন্য পাওয়ার পর অঙ্ক খাতা বাড়ি অবধি নিয়ে আসা খুবই কঠিন। কমবেশি অনেকের সঙ্গেই হয়তো এমনটা হয়েছে। তবে অঙ্কে শূন্য পাওয়া মেয়ের খাতা দেখে তার মা যা করলেন, তা এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
এক্স (ট্যুইটার)-এ একটি পোস্ট থেকে জানা যাচ্ছে, এক ইউজার ছোটবেলার অঙ্ক খাতা খুঁজে পেয়েছেন। সেখানে তিনি অঙ্কে 'গোল্লা' পেয়েছেন।
ওই ইউজার বলেন, 'আমার গ্রেড সিক্স-এর গণিতের নোটবুক খুঁজে পেয়েছি এবং ভালবাসি যে কত মূল্যবান, মা আমার জন্য একটি উত্সাহজনক নোট দিয়ে প্রতিটি খারাপ পরীক্ষায় স্বাক্ষর করছেন এই মেসেজ দিয়ে'। সেই উত্তরপত্রে মেয়েটির মা লিখেছেন, এমন নম্বর পাওয়ার জন্য খুবই সাহসের প্রয়োজন হয়।
আরও পড়ুন, কুকুর-বিড়াল নয়, ভারতের এই গ্রামের বাসিন্দারা পোষ্য হিসেবে বাড়িতে রাখেন কিং কোবরা
এরপর ওই ইউজার এও লেখেন, 'আমি অঙ্ক যে করতাম না বাঁ করতে পারতাম না তেমনটা নয়। চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। এমনকি এ লেভেল পর্যন্ত এটি উপভোগ করতে শুরু করেছিলাম। আমিও ভাল নম্বরও পেয়েছি এর আগে করেছি। কিন্তু সন্তানকে কোনও বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে মায়ের এই বার্তা আমাকে উৎসাহ জুগিয়েছে।'