নয়া দিল্লি: শিকাগোর ১০৪ বছর বয়সি ডরোথি হফনার প্রমাণ করেছেন যে বয়স কেবল একটি সংখ্যা। ইচ্ছাশক্তিই আসল। ১৩ হাজার ফুট উচ্চতায় বিমান থেকে আকাশে ঝাঁপ দিলেন তিনি। মাটিতে অবতরণের সময় তৃপ্তির হাসি দেখা গেল শতায়ু বৃদ্ধার মুখে।


সবচেয়ে বেশি বয়সী স্কাইড্রাইভার হিসেবে রেকর্ড করলেন তিনি। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ডরোথির অবিশ্বাস্য স্কাইডাইভের ভিডিও। সকলেই অভিনন্দন জানাচ্ছেন তাকে।                                                                               


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে মাঝআকাশে বিমান থেকে ঝাঁপ দিলেন ডরোথি। সঙ্গে ছিলেন একজন পেশাদার স্কাইডাইভার। গোটা প্রক্রিয়ায় তাকে কখনই ভীত বা সন্ত্রস্ত মনে হয়নি। ভিডিওটি শেয়ার করেছে শিকাগোর একটি স্কাইডাইভ সংস্থা। মাটিতে নেমে আসার পর স্থানীয়রা উল্লাসে ফেটে পড়েন ডরোথিকে দেখে। কেমন লাগল এই অভিজ্ঞতা? তার উত্তর- ‘ভালো। এটি মজার, এবং এটি খুব সুন্দর এবং শান্তিপূর্ণ বলে মনে হয়েছিল।' 


এই প্রথমবার নয়, তিনি স্কাইডাইভ করেছিলেন ১০০ তম জন্মদিনেও। স্কাইডাইভ শিকাগোর একজন প্রতিনিধির মতে, তাকে শীঘ্রই টেন্ডেম প্যারাসুট জাম্প করা সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা করা হতে পারে।                              






এদিকে ১০৪ বছরের বৃদ্ধার স্কাইডাইভের ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। সকলেই অভিনন্দন জানিয়েছেন ডরোথিকে। কেউ বলছেন ‘দুরন্ত’, কারও কথায় ‘অবিশ্বাস্য’। উল্লেখ্য, গিনেস বুকে এখনও পর্যন্ত সবেচেয়ে বেশি বয়সে স্কাইড্রাইভার হিসেবে নাম রয়েছে সুইডেনের এক মহিলার। ২০২২ সালে ১০৩ বছর ২৫৯ দিন বয়সে ওই রেকর্ড করেছিলেন তিনি। সেই দিক থেকে বিশ্বে সবচেয়ে বেশি বয়সী স্কাইডাইভার ডরোথি। যদিও এখনও পর্যন্ত গিনেস সংস্থা এই রেকর্ড নিশ্চিত করেনি।


আরও পড়ুন, বজ্রপাত হলে ফোন ব্যবহার করা উচিত নয়, এই যুক্তি কি সত্যি?