Viral Video: বিমানের মধ্যেই তুমুল বচসায় জড়িয়ে পড়েন দুই যাত্রী। জানা গিয়েছে, ব্যাঙ্কক থেকে কলকাতা আসছিল ওই বিমান। সেখানেই ঘটেছে এই কাণ্ড। থাই স্মাইল এয়ারওয়েজের বিমানের ভিতরে দুই যাত্রীর বচসার ভিডিও এখন ভাইরাল (Viral Video) সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার (Social Media) একাধিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই দুই যাত্রীর মধ্যে বচসা কেবলমাত্র মুখের কথাতেই আটকে থাকেনি। পৌঁছে গিয়েছে হাতাহাতিতেও। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ঝগড়া করতে করতে এক যাত্রী অন্যজনকে বেশ কয়েকবার চড়-থাপ্পড়ও মেরেছেন। বিমানসেবিকারা অবশ্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু লাভ হয়নি। ক্রমশ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। যে দুই যাত্রীর মধ্যে বচসা শুরু হয়েছিল তাঁদের মধ্যে একজন অন্য সহযাত্রীদের কয়েকজনের হাতেও মার খেয়েছেন। জানা গিয়েছে, এই ঘটনা গত ২৬ ডিসেম্বরের। 

 

দেখে নিন সেই ভাইরাল ভিডিও 

 






 

যদিও এ হেন ঝামেলার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পরিস্থিতি যে বেশ উত্তপ্ত ছিল তা স্পষ্ট। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ঝগড়া করতে করতেই এক ব্যক্তি অন্যজনকে হাত নামিয়ে কথা বলতে বলছেন। তারপরই শুরু হয় মারধর। আশপাশের কয়েকজন সহযাত্রী এবং বিমানসেবিকারা ঘটনা সামাল দিয়ে এগিয়ে আসেন। কিন্তু তাতেও থামেনি বচসা। বরং ঝগড়া করতে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন কয়েকজন সহযাত্রীর হাতে মারও খেয়ে যান। এই ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। কীভাবে বিমানের মধ্যে এভাবে কেউ ঝগড়া, চুলোচুলি করতে পারে, তাই নিয়েই উঠছে প্রশ্ন। ঝগড়া, ঝামেলার কারণ অবশ্য স্পষ্ট নয়।

 

কিছুদিন আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়ে সোশাল মিডিয়ায়। মাঝআকাশে বিমানের মধ্যেই এয়ারলাইন্সের ক্রু মেম্বারের (Crew Member) সঙ্গে বচসা শুরু হয়েছিল এক যাত্রীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল। গত ১৬ ডিসেম্বর ইস্তানবুল থেকে দিল্লি আসছিল ইন্ডিগোর একটি বিমান। সেখানেই এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, খাবার সংক্রান্ত কোনও বিষয়ে ওই ক্রু মেম্বারের সঙ্গে বচসা শুরু হয় এক যাত্রীর। ক্রমশ সপ্তমে চড়ে দু'পক্ষের মেজাজ। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যেতে থাকে।