Viral Video: ঘুমিয়ে গিয়েছেন ক্যাব চালক। আর তাই নিজেই ক্যাব চালিয়ে গন্তব্যে গেলেন যাত্রী। বেঙ্গালুরুর এক যুবক ঘটিয়েছেন এই কাণ্ড। আর তার জেরেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল তিনি। জানা গিয়েছে, বেঙ্গালুরু নিবাসী ওই যুবকের নাম মিলিন্দ চান্দওয়ানি। একটি স্টার্টআপের প্রতিষ্ঠাতা মিলিন্দ। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বাড়ির ফেরার সময় একটি ক্যাব বুক করেছিলেন তিনি। অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এরকম পরিস্থিতিতে সাধারণত যেটা হয়, ক্যাব পাওয়া যায় না। বারবার রাইড ক্যানসেল করতে থাকেন ক্যাব চালকরা। কিন্তু এক্ষেত্রে সেইসব হয়নি। মিলিন্দ ক্যাব পেয়ে গিয়েছিলেন ঠিকভাবেই। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। 


ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে মিলিন্দ লিখেছেন, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে রাত তিনটের সময় ক্যাবে করে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু ক্যাব চালকের 'চালক' হিসেবে গোটা রাস্তা গাড়ি তাঁকেই চালিয়ে আনতে হয়েছে। কারণ ঘুমিয়ে পড়েছিলেন ক্যাব চালক। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে মিলিন্দ আরও জানিয়েছেন যে, প্রায় ঘুমন্ত অবস্থাতেই ক্যাব নিয়ে এসেছিলেন ওই চালক। একাধিকবার বিরতিও নিয়েছেন। কিন্তু ঘুম কাটিয়ে স্টিয়ারিংয়ে বসে গাড়ির গতি বাড়াতে পারেননি। অগত্যা গাড়ি চালানোর দায়িত্ব নিজের ঘাড়েই নেন মিলিন্দ। ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা গিয়েছে চালকের আসনে বসে স্টিয়ারিং ধরেছেন মিলিন্দ। আর তাঁর পাশের সিট একদম পিছনে হেলিয়ে দিয়ে ঘুমোচ্ছেন ক্যাবের আসল চালক। শেষ পর্যন্ত গুগল ম্যাপের সহায়তায় বাড়ি গিয়েছেন মিলিন্দ। 


দেখে নিন সেই ভাইরাল ভিডিও 






মিলিন্দ জানিয়েছেন, একাধিকবার চা-সিগারেট খাওয়ার জন্য বিরতি নিয়েছিলেন ওই ক্যাব চালক। কিন্তু তাঁর ঘুম কোনওভাবেই কাটেনি। চোখ খুলে রাখতেই পারছিলেন না তিনি। এমন অবস্থা দেখে মিলিন্দ নিজেই গাড়ি চালানোর সিদ্ধান্ত নেন। ক্যাব চালককে সেই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি চাবি দিয়ে দেন মিলিন্দকে। বেঙ্গালুরুর ট্র্যাফিক সামলাতে সেই রাতে মিলিন্দকে সাহায্য করেছে গুগল ম্যাপ। মিলিন্দ আরও জানিয়েছেন, যে নিজের গন্তব্যে পৌঁছনোর কিছুটা আগে তিনি দেখেন যে ওই ক্যাব চালকের কাছে তাঁর বসের ফোন এসেছে। সেই ফোনে দিনের বেলার শিফটের আবেদন করতেও শোনা গিয়েছে ক্যাব চালককে। বসকে তিনি জানিয়েছেন, রাতে গাড়ি চালানোর ডিউটি সামাল দিতে পারছেন না। তাই দিনের বেলায় গাড়ি চালাতে দিলেই ভাল। চালকের আসনে বসে সমস্ত কথোপকথনই এসেছিল মিলিন্দের কানে।