Viral Video: মেয়ের বিয়েতে (Wedding) কনের বন্ধু-বান্ধবীরা বিশেষ করে বান্ধবীরা কনের সঙ্গে তাল মিলিয়ে সাজপোশাক করেই থাকেন। বিয়ের সকালে গায়েহলুদে একই রঙের শাড়ি পরা থেকে শুরু করে বিয়ের সন্ধেয় কনের সাজের সঙ্গে কিংবা শাড়ির রঙের সঙ্গে মানানসই শাড়ি বেছে নেন অনেকেই। বরের ক্ষেত্রেও এমনটা দেখা যায়। কিন্তু এবার বরের বিয়েতে বরপক্ষের দুই যুবক শাড়ি পরেই হাজির হয়েছিলেন বিয়ের আসরে। বন্ধুর বিয়েকে ‘স্পেশাল’ (Viral Video) বানানোর জন্য ভারতীয় ঐতিহ্য শাড়িকেই বেছে নিয়েছিলেন এই দুই যুবক।
বিয়েতে শাড়ি পরে হাজির বরের দুই বন্ধু, দেখুন সেই ভাইরাল ভিডিও
শিকাগোর রাস্তায় শাড়ি, ব্লাউজ পরে দিব্যি সাবলীল ভাবে হাঁটাচলা করেছেন ওই দুই বিদেশি। তাঁদের এমন অভিনব ভাবনা দেখে আল্পুত নেটিজেনরা। আর বর নিজেই বোঝেননি যে এভাবে সারপ্রাইজ পাবেন। দুই বন্ধুর কীর্তি দেখে প্রথমটাই একদম চমকে গিয়েছিলেন তিনি। শিকাগোর রাস্তায় দুই বিদেশি যুবকের শাড়ি পরে হাঁটার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। Chicago Wedding Videographers- এর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে সবার প্রথমে এই ভিডিও শেয়ার করা হয়েছিল।
আর পাঁচটা বিয়ের মতোই সবকিছু হয়েছিল এই বিয়েতেও। কিন্তু সবশেষে একদম চমক দিয়েছেন বরের দুই বন্ধু। দিব্যি শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরে শিকাগোর রাস্তায় হেঁটে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন তাঁরা। বরের কাছে পৌঁছে তাঁকেও দিয়েছেন দারুণ চমক। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন এই ভিডিও দেখে। অনেকেই বলেছেন যেভাবে এই দুই যুবক শাড়ি পরে সবটা সামলেছেন তা সত্যিই প্রশংসনীয়।
শেয়ার হওয়ার পরমুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল এই ভিডিও। ইতিমধ্যেই ৩ লক্ষের বেশি ভিউ হয়েছে এই ভাইরাল ভিডিওতে। লাইকের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪০ হাজারের কাছাকাছি। কমেন্ট বক্সে দারুণ সব মজার কমেন্ট করেছেন নেটিজেনরা। সকলেই বলেছেন বন্ধুর বিয়েতে এভাবেই জমিয়ে মজা করতে হয়। এভাবেই সারপ্রাইজ দিতে হয়। সত্যিই এই দুই যুবকের থেকে অনেক কিছু শেখার রয়েছে। বিদেশি হয়েও ভারতের ঐতিহ্যকে বেছে নিয়েছেন তাঁরা। সুন্দর করে শাড়ি পরে হাজির হয়েছেন বিয়ের আসরে। কোনও সোশ্যাল ট্যাবুর কথা মাথায় না রেখে নিছক আনন্দ করেছেন তাঁরা। সত্যিই এমন মন ভাল করে দেওয়া ভাইরাল ভিডিও সচরাচর দেখা যায় না।
আরও পড়ুন- লিফটের মধ্যে বাচ্চা ছেলেকে পোষ্য কুকুরের কামড়! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কিত নেটিজেনরা