পুনে: সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। পুনের বিমাননগরের একটি বাড়ির দোতলার পার্কিং লট থেকে পিছনের দিকে উলটে পড়ে গেল গাড়ি, ভেঙে গেল সেই পার্কিংয়ের দেওয়ালও। একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই ভিডিয়ো (Viral Video)। কীভাবে ঘটল এই দুর্ঘটনা ? যদিও জানা গিয়েছে এই ঘটনায় কেউ আহত হয়নি। জানা গিয়েছে, হঠাৎ করেই রিভার্সে চলে গিয়েছিল সেই গাড়িটি এবং সেটি পার্কিং লটের (Pune News) পিছনদিকের দেয়ালে গিয়ে ধাক্কা মারে আর তাতেই সেই দেয়ালের একাংশ ধসে পরে। ফলে গাড়িটিও পিছনে উলটে রাস্তায় পড়ে যায়। মহারাষ্ট্রের পুনের বিমাননগরে ঘটেছে এই ঘটনা।
কেউ আহত হয়নি
রবিবার সকালে পুনের বিমাননগরের সুভাষ গেটওয়ে অ্যাপার্টমেন্টের দোতলার পার্কিং লটেই এই রাখা ছিল গাড়িটি। সেখান থেকে হঠাৎ করেই দেয়াল ভেঙে নিচে পড়ে যায় গাড়ি। ঘটনায় সন্ত্রস্ত হয়ে আশেপাশের লোকজন ছুটে আসে। যদিও সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হয়নি।
দেয়াল ভেঙে পড়েই ঘটে দুর্ঘটনা
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি সাদা গাড়ি সেই অ্যাপার্টমেন্টের উপরে ওঠার জন্য নিচে এসে দাঁড়ায়। আর এর কিছুক্ষণ পরেই দোতলার পার্কিং লটের দেয়াল ভেঙে নিচে ছড়িয়ে পড়ে এবং তার সঙ্গে সঙ্গে পার্কিং লটে রাখা একটি কালো রঙের গাড়িও নিচে উলটে পড়ে। পিছনের চাকার উপর ভর দিয়ে গাড়িটি রাস্তায় উলটে পড়েছিল। একেবারে রিভার্স গিয়ারের মত পিছন দিকে উলটে যায় গাড়িটি। ভাইরাল ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে যে দেয়াল ভেঙে পড়ার পরেই এই গাড়িটি নিচে পড়ে যায়। আর সমাজমাধ্যমে দারুণ ভাইরাল এখন এই ভিডিয়োটি।
নিচে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মী দেখলেন তার কয়েক হাত দূরেই এই গাড়িটি দোতলা থেকে উলটে পড়ল নিচে। এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। আরেকটু দূরে দাঁড়িয়েছিলেন আরেকজন। তিনিও এই ঘটনায় ছুটে আসেন। কোনো বড় ক্ষতি হয়নি, কেউ আহত হয়নি এই ঘটনায়। অনুমান করা হচ্ছে, গাড়ির চালক সম্ভবত ভুল করে পার্কিংয়ের সময় রিভার্সে নিয়েছিলেন সেই গাড়ি, আর তাতেই দেয়ালে গিয়ে ধাক্কা মারে গাড়িটি, দেয়াল ভেঙে পড়ে। এই এলাকা এখন ভালভাবে সুরক্ষিত করা হয়েছে অন্য কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য।