Viral Video: স্কুল-কলেজের ফেয়ারওয়েল নিয়ে সব পড়ুয়াদেরই অনেক পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চমকে গিয়েছেন সকলে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ফেয়ারওয়েল পার্টিতে যাচ্ছিলেন তিনজন পড়ুয়া। তবে তাঁদের যাওয়া একদম সাধারণ ভাবে নয়। এ একেবারে 'গ্র্যান্ড এন্ট্রি'। হালফিলের জনপ্রিয় এসইউভি 'মহিন্দ্রা থার' চড়ে যাচ্ছিলেন ওই তিন পড়ুয়া। নাহ আর পাঁচজন সাধারণ যাত্রীদের মতো মটেই গাড়ির ভিতরে বসেননি তাঁরা। বরং তিনজন পড়ুয়াই চড়ে বসেছিলেন গাড়ির মাথায়, একেবারে ছাদের উপর। আর তাতেই ঘটেছে বিপত্তি।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ির গতি বেশ ভালই ছিল। আর তার ফলেই গাড়ির ছাদের থেকে ছিটকে একদম রাস্তায় পড়ে গিয়েছেন তিনজন পড়ুয়াই। সঙ্গে সঙ্গেই অবশ্য উঠে পড়েছেন তাঁরা। গা-হাত-পায়ের ধুলো ঝেড়ে নিতেও দেখা গিয়েছে তাঁদের। হাবভাব এমন যেন, কিছুই হয়নি। তবে ওভাবে গাড়ির বনেট থেকে ছিটকে পড়ে গেলে যে কারওরই বেশ ভালই চোট লাগবে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ভাইরাল ভিডিও দেখে সকলেই বলছেন, ভাগ্য ভাল যে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ফেয়ারওয়েল পার্টিতে সকলের থেকে আলাদা ভাবে 'এন্ট্রি' নেওয়ার জন্য কেউ যে এত বিপজ্জনক কাজ করতে পারে, তা কল্পনাও করা যায় না, এমনটাই বলছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে দুটো স্কুটার যাচ্ছে। তার পিছনেই আসছে মহিন্দ্রা থার। তার ছাদে বসা তিন পড়ুয়া। গাড়ির প্রবল গতির জেরে ছিটকে পড়ে গেলেন তিনজনেই। ওই গাড়ি থেকে জানলা দিয়ে প্রায় অর্ধেক দেহ বের করে রেখেছেন আরেক পড়ুয়া। পিছনে পরপর আসছে আরও অনেকগুলো গাড়ি। সেইসব গাড়িতেও জানলা দিয়ে অনেক পড়ুয়াকেই প্রায় অর্ধেক বেরিয়ে থাকতে দেখা গিয়েছে। সকলেই ফেয়ারওয়েলে 'গ্র্যান্ড এন্ট্রি' নিতে প্রস্তুত। তার জন্য ঝুঁকি নিতেও রাজি তাঁরা। সকলের চোখেমুখেই 'ডোন্ট কেয়ার' ভাব। বিপদ হতে পারে এমন চিন্তাভাবনার লেশমাত্র নেই কারও মুখে। এই ভাইরাল ভিডিও এবং পড়ুয়াদের কাণ্ডকারখানা দেখে বেশ ক্ষুব্ধ নেটিজেনরা। এমন ঝুঁকিপূর্ণ কাজ পড়ুয়াদের মোটেই করা উচিৎ হয়নি, এমনটাই বলছেন সকলে।