কলকাতা: ল্যাপটপে অনেক নোংরা জমে রয়েছে। জানা মাত্রই বাবার ল্যাপটপ এক্কেবারে পরিস্কার করে দিয়েছে খুদে। বোঝো কাণ্ড! কোনও ঝামেলাতেই পড়েনি, সোজা সাবান গোলা জলে চুবিয়ে দিয়েছে ল্যাপটপ। নোংরা যখন হয়েছে এভাবেই সাফ করতে হবে কিনা! আর মেয়ের এই বুদ্ধিদীপ্ত কাজ থেকে হতচকিত বাবা।
চিনের বছর দুয়েকের ছোট্ট মেয়ে এভাবেই বাবার সাহায্য করতে চেয়েছে। যদিও তার কাণ্ড আপাতত নেট দুনিয়ায় ভাইরাল। বালতিতে ল্যাপটপ ডুবিয়ে রগড়ে মেয়ের ময়লা তোলার চেষ্টা দেখে চক্ষু চড়কগাছ মায়ের। দেখা মাত্র জল থেকে তুলে নেওয়া হয়েছে ল্যাপটপ। তবে তাতে শেষ রক্ষা হয়েছে কিনা জানা নেই।এশিয়ান -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জলে ও সাবানে ভেজানো ইলেকট্রনিক ডিভাইসটি পেয়ে তার মা হতবাক ও রেগেও যান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট মেয়েটি এক বালতি জলের পাশে বসে আছে। ল্যাপটপটিকে জল ও ফেনায় ডুবে থাকতে দেখা যায়।
এই ঘটনা ভাইরাল হতেই ওই শিশুটির মা এর সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যম। সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে শিশুটির মা বলেন, "ওঁর বাবা ঘুমিয়েই ছিলেন। কিন্তু আমার হঠাৎ কানে আসে যে কেউ বাথরুমে কিছু করছে। বাথরুমে ঢুকে দেখি এই কান্ড। দেখি মেয়ে একটি গামলাতে সাবান জল ভিজিয়ে ল্যাপটপ ধুচ্ছে। এই অবস্থা দেখে তো আমি ভয়ঙ্কর রেগে গেছিলাম। ল্যাপটপের ওই অবস্থা দেখে আমি মারা গেছিলাম আরেকটু হলেই।"
শিশুটির মা জানিয়েছেন, "আমার স্বামী আমার সঙ্গে সকালে ব্রেকফাস্টের সময় কথা বলছিলেন। তখন বলেছিলেন যে তাঁর কম্পিউটারে খুব বেশি নোংরা জমেছে। সেই কথা শুনে মেয়ে এই কাণ্ড করেছে।" জানা যায় তিন বছর আগে এই ল্যাপটপটি কিনেছিলেন মেয়েটির বাবা। এই ঘটনার কয়েক দিন পরেও ডিভাইসটি চালু করা যায়নি।