Viral Video: বিয়ের ফটোশ্যুটের (Wedding Photoshoot) বিভিন্ন ভিডিও আজকাল ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তার মধ্যে বেশ কিছু ভিডিও কিন্তু দারুণ মজার। তবে এবার ইনস্টাগ্রামে ওয়েডিং ফটোশ্যুটের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়েছেন সকলে। একই সঙ্গে বেশ মজাও পেয়েছেন। কিন্তু কী এমন ঘটেছে এই ভাইরাল ভিডিওতে? একঝলক দেখেই নিন এই ভাইরাল ভিডিও।
সাদা গাউনে সেজেছিলেন বিদেশি কনে। বরের পরনে ছিল কালো স্যুট। বেশ রোম্যান্টিক মুডে ফটোশ্যুট শুরু করেছিলেন তাঁরা। কিন্তু মাঝপথে বাদ সেধেছে একটি বাঁদর। ফটোশ্যুটের মাঝে ঢুকে পড়েছে সে। তাকে দেখে কোনওমতে গাউন সামলে সরে গিয়েছেন পাত্রী। তবে পাত্র অবশ্য বাঁদরের হাত থেকে ছাড়া পাননি। কারণ বাঁদরটি সটান ওই তরুণের কোলে চড়ে বসেছে। আর তখনই বোঝা গিয়েছে যে ওই বাঁদরটি আসলে একটি মা বাঁদর। কারণ তার পিঠে রয়েছে ছোট্ট এক ছানা। দিব্যি মায়ের পিঠ আঁকড়ে রয়েছে সে। আর মা বাঁদরটিও চড়ে বসেছে পাত্রের কোলে। তরুণ অবশ্য গোটা ঘটনায় ভয় পাননি। বরং গায়ে মাথায় হাত বুলিয়ে দুই বাঁদরকে আদর করেছেন তিনি। এগিয়ে এসেছেন কনেও। তিনিও গায়ে মাথায় হাত বুলিয়ে মা বাঁদর আর তার ছানাকে আদর করে দিয়েছেন। আর এত আদর পেয়ে ওই বাঁদর আর তার ছানা পাত্রের কোল থেকে নামতেই চায়নি।
সবচেয়ে মজার ব্যাপার হল, দুই বাঁদরের কাণ্ডকারখানা ক্যামেরা বন্দি করেছেন ওয়েডিং ফটোগ্রাফাররা। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা। নেটিজেনরা বলছেন, এমন শান্ত বাঁদর তাঁরা খুব একটা দেখেননি। দুই বাঁদর ওয়েডিং শ্যুটের মাঝখানে ঢুকে পড়ায় পুরো ভিডিওটা দারুণ মজার হয়েছে। এমন মিষ্টি মুহূর্তের সাক্ষী থাকলে মন ভাল হয়ে যায়।
আরও পড়ুন- বিমানের মধ্যে দুই যাত্রীর বচসা, উত্তপ্ত পরিস্থিতিতে শুরু হাতাহাতি! ভাইরাল ভিডিও