Viral Video: পোষ্যকে সন্তানের মতো ভালবাসেন, স্নেহ করেন, এমন নিদর্শন যেমন দেখা যায়, তেমনই নজরে আসে পোষ্যর প্রতি অমানবিক এবং নৃশংস আচরণের ঘটনাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর তার জেরে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, আটক হওয়া ব্যক্তি গ্রেটার নয়ডার বাসিন্দা। সেই সঙ্গে এও জানা গিয়েছে, প্রথমে পশুর প্রতি নৃংশস আচরণের জন্য ওই ব্যক্তিকে আটক করা হলেও, পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। যে ভিডিও এক্স মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, অটোর সঙ্গে, বলা ভাল অটোর পিছনে একটি কুকুরকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। চলন্ত অটোর সঙ্গে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওই কুকুরটিকে। সূত্রের খবর, এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নিতিন। তিনি দাধা গ্রামের বাসিন্দা। এই এলাকা কাসনা পুলিশ থানার আওতাধীন। শনিবার এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
ভাইরাল হওয়া ভিডিও দেখে বোঝা যাচ্ছে, অটোর পাশ থেকে কোনও সওয়ারি এই ভিডিও তুলেছেন। সেখানে দেখা গিয়েছে অটোর পিছনে দড়ি দিয়ে একটি কুকুরকে বেঁধে রাখা হয়েছে। চলন্ত অটোর সঙ্গে ওভাবেই টেনে, হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে কুকুরটিকে। কয়েক মিটার রাস্তা ওভাবেই টেনে নিয়ে যাওয়া হয়েছে কুকুরটিকে। এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তীব্র ক্ষোভ দেখা দেয় পশু প্রেমীদের মধ্যে। কুকুরপ্রেমীরা এ হেন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখে স্বভাবতই তাঁদের রাগ প্রকাশ করেছেন। পোষ্যের প্রতি কীভাবে এ হেন অমানবিক আচরণ কেউ করতে পারেন, সেই প্রশ্নই তোলা হয়েছে। ওই কুকুরের মালিকের কঠিন শাস্তির দাবিও তোলেন নেটিজেনদের প্রায় সকলেই।
সংবাদসংস্থা পিটিআই- কে কাসনা থানার ইন-চার্জ ধর্মেন্দ্র শুক্লা জানিয়েছেন, কুকুরের মালিক নিতিনকে ওই ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত করা হয়েছে। পশু নিষ্ঠুরতা সংক্রান্ত ধারায় প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয় নিতিনকে। এই ঘটনা শনিবারের। পুলিশ জানিয়েছে, ধৃতের দাবি তিনি নাকি কুকুরটিকে অটো করেই নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কুকুরটি অটো থেকে পড়ে যায়। সেটা জানতেই পারেননি নিতিন। অথচ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কুকুরটির মুখে সম্ভবত একটি দড়ি বাঁধা রয়েছে এবং দড়ির আরেক প্রান্ত বাঁধা রয়েছে অটোর সঙ্গে। আর অটোর গতি যত বাড়ছে কুকুরটি গতির সঙ্গে তাল রাখতে পারছে না। টেনে, হিঁচড়ে তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে অটোটি। তবে পুলিশজানিয়েছে যে কুকুরটি সুস্থই রয়েছে।