অন্ধ্রপ্রদেশ: বিদ্যুতের তারে ঝুলে শূন্যে ভেসে ঘুমাচ্ছে এক তরুণ। এমনই অবাক করা কাণ্ড ঘটেছে অন্ধ্রপ্রদেশের মন্যম জেলার এম সিঙ্গিপুরম গ্রামে। গ্রামবাসীরা দেখেন, এক মত্ত তরুণ এভাবেই তারে ঝুলে ঘুমাচ্ছে। আর এই ভিডিয়ো (Viral Video) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ঘুম উড়েছে। গ্রামবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রতিবেদন অনুসারে, সেই ব্যক্তিটি হঠাৎ করেই ইলেকট্রিক ল্যাম্পপোস্ট বেয়ে উঠতে শুরু করেন। আশেপাশের মানুষদের বহুবার বারণ করা সত্ত্বেও সেই ব্যক্তি থামেননি।
গ্রামবাসীরা ভয় পেয়ে যান যে সেই ব্যক্তিটি (Viral Video) তড়িদাহত হতে পারেন। তাই খুব দ্রুত ট্রান্সফর্মার বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ পরে উপরে গিয়ে সেই ব্যক্তিটি বিদ্যুতের তারের উপর শুয়ে পড়েন, এমনকী সেখানেই ঝুলে ঝুলে শূন্যে ভেসে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে আশেপাশের মানুষজন তাঁকে নামিয়ে আনেন নিচে। পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে এই ঘটনার।
তদন্তে জানা গিয়েছে, সেই ব্যক্তির নাম কে ভেঙ্কানা। তিনি মায়ের কাছে বর্ষবরণের রাতে টাকা চেয়েছিলেন আরও মদ কেনার জন্য। কিন্তু তাঁর মা তাঁকে সেই টাকা দিতে অস্বীকার করলে তিনি এই কাণ্ড করে বসেন। পুলিশ সেই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন।
বর্ষবরণের দিনে আরও একটি ঘটনা (Viral Video) প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ের থানে জেলার সাহাপুরে জাতীয় সড়কের উপর উল্টে যায় একটি ট্রাক যেখানে ভর্তি ছিল বিদেশি মদ। জানা গিয়েছে ট্রাকচালক মত্ত অবস্থায় ছিলেন, এই ঘটনার পরে লাহে গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আরেকটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ২১ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থাঙ্কারন কান্তি, জনৈক থাইল্যান্ডের বাসিন্দা, অঢেল মদ্যপান করছেন। তিনি জানাচ্ছেন যে একটি চ্যালেঞ্জ পূরণ করার জন্য একটা গোটা বোতল হুইস্কি খেয়ে নিলেন তিনি। আর তারপরেই শরীর খারাপ হতে থাকে তাঁর। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় অসুস্থ অবস্থায়। কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু ঘটে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Zomato: জোমাটোতে অর্ডার দিলে মিলছে 'গার্লফ্রেন্ড'ও ? ৪ হাজারেরও বেশি মানুষ কী খুঁজেছে জানেন ?