কলকাতা: বিয়েতে (Wedding) নাচ (Dance) এবং বাজি পোড়ানো উৎসব পাশ্চাত্য সংস্কৃতির (Western Culture) একটি অঙ্গ। কিন্তু সেই মজাই এবার আতঙ্কে পরিণত হল একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে। অতিথির নাচের আনন্দে দুর্ঘটনাক্রমে আগুন লাগে মণ্ডপে। সেই ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, একজন স্যুট পরিহিত ব্যক্তিকে নাচতে দেখা যায়। সেই সময় হঠাৎই তাঁর হাতের বাজি থেকে আগুন লাগে একটি কাঠের ব্যারেলের ফুলের বোকেতে। যিনি ভিডিও তুলেছিলেন তাঁকে সেই সময় চিকিৎকার করে ওঠেন। "আগুন...আগুন" চিৎকার করতে শোনা যায়। যদিও ওই অতিথি তার পিছনে কী ঘটছে তা বুঝতে না পেরে আনন্দের সঙ্গে তখনও নাচতে থাকেন।
আরও পড়ুন, জামাটিতে ঠিক কতগুলি ছিদ্র রয়েছে? সঠিক উত্তর দিতে পারেননি অধিকাংশই!
এরপর সেই আগুন নেভাতে বেশ কিছু মানুষ এগিয়েও আসেন। আগুন নেভানোর সঙ্গে সঙ্গে জলও ছিটিয়ে দেন। তবে এই ঘটনায় অতিথি অবশ্য বিরক্ত হয়েছেন খুব। সংবাদসংস্থা ডেইলি মেইলের মতে , টিকটকে পোস্ট করা আসল ভিডিওটি মুছে ফেলা হয়েছে। তবে টুইটারে শেয়ার করা ভিডিওটি এখন পর্যন্ত ১৩ মিলিয়নেরও বেশি ভিউজ হয়েছে।
যদিও এই ঘটনায় অবশ্য অতিথি বিন্দুমাত্র বিচলিত নয়। বরং আগুন নিভিয়েও আনন্দে নাচতে নাচতে থাকেন। যা নিয়ে ট্রোলও হয়েছে সোশাল মিডিয়ায়।